গলফের গর্তে সঙ্গম! ভাইরাল হল ভিডিও।
নজরবন্দি ব্যুরোঃ বিকৃত যৌনতার খবর প্রকাশ্যে এলো ফের। এবার গলফ কোর্সে। সংযম হারিয়ে গলফ কোর্সের গর্তে সঙ্গম করতে দেখা গেল এক ব্যক্তিকে।
উত্তর পূর্ব ইংল্যান্ডের ঘটনা। আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় খবরটি। মার্সেসাই কাউন্টির একটি গলফ কোর্সে গলফ খেলার সময় এক ব্যক্তিকে দেখা যায়, গলফের গর্তে ওপর উপুর হয়ে অস্বাভাবিক আচরণ করতে। পরে বোঝা যায়, ওই ব্যক্তি সংযম হারিয়ে গর্তের মধ্যেই যৌনতায় লিপ্ত হয়েছিলেন।
বিকৃত এই যৌনতার দৃশ্যটি ভিডিও ক্যামেরা বদ্ধ করলেন স্টিভেন এক ব্যক্তি। তিনি বলেন, প্রায় ৩০ সেকেন্ড ধরে এরকম করতে দেখা যায় তাকে। তারপর প্যান্ট পরে উঠে যেতে দেখা যায় তাকে। লাল লিঙ্কে ক্লিক করে দেখুন ভিডিও।
গলফ কোর্সে সেক্স
উত্তর পূর্ব ইংল্যান্ডের ঘটনা। আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় খবরটি। মার্সেসাই কাউন্টির একটি গলফ কোর্সে গলফ খেলার সময় এক ব্যক্তিকে দেখা যায়, গলফের গর্তে ওপর উপুর হয়ে অস্বাভাবিক আচরণ করতে। পরে বোঝা যায়, ওই ব্যক্তি সংযম হারিয়ে গর্তের মধ্যেই যৌনতায় লিপ্ত হয়েছিলেন।
বিকৃত এই যৌনতার দৃশ্যটি ভিডিও ক্যামেরা বদ্ধ করলেন স্টিভেন এক ব্যক্তি। তিনি বলেন, প্রায় ৩০ সেকেন্ড ধরে এরকম করতে দেখা যায় তাকে। তারপর প্যান্ট পরে উঠে যেতে দেখা যায় তাকে। লাল লিঙ্কে ক্লিক করে দেখুন ভিডিও।
গলফ কোর্সে সেক্স
No comments