Header Ads

কয়লা খনিতে চাল ধসে আহত ৪জন শ্রমিক৷

নজরবন্দি,আসানসোলঃ— ইসিএলের জেকে নগর কয়লা খনিতে চাঁল ধসে আহত 4 জন শ্রমিক। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি
করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার বিকেলে খনিগর্ভে কাজ করার সময় চাঁল ধসে এই ঘটনা ঘটে। ঘটনার কারণ খতিয়ে দেখছে খনি কর্তৃপক্ষ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.