'দুপুর ঠাকুরপো' নিয়ে স্বস্তিকার অভিযোগ উড়িয়ে দিলেন প্রযোজক!
নজরবন্দি ব্যুরোঃ 'দুপুর ঠাকুরপো' থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। যা নিয়ে বেজায় চটেছেন তিনি।
স্বস্তিকার অভিযোগ 'দুপুর ঠাকুরপো'র প্রযোজনা সংস্থা টিভিওয়ালা মিডিয়ার অপেশাদারি মনোভাবের কারণেই তিনি এই ওয়েব সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর অভিযোগ, তিনি গত ৪ মাস ধরে টিভিওয়ালা মিডিয়া প্রযোজনা সংস্থার কাজ থেকে 'দুপুর ঠাকুরপো'র সিজন২ এর চিত্রনাট্য চেয়ে পাঠিয়েছিলেন এবং পরিচালকের নাম জানতে চেয়েছিলেন। তবে প্রযোজনা সংস্থার তরফে তাঁকে কিছুই জানানো হয়নি। স্বস্তিকা আরও লিখেছেন, হঠাৎ করে বৃহস্পতিবার রাতে তাঁর 'দুপুর ঠাকুরপো' ওয়েব সিরিজের প্রযোজক অমি গঙ্গোপাধ্যায় তাঁকে মেসেজ করেন।
তাতে নাকি অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীকালে তাঁর সঙ্গে কাজ করবেন বলে উল্লেখ করা হয়। তাঁদের এধরনের ব্যবহারে বেশ বিরক্ত হন অভিনেত্রী স্বস্তিকা । এই অভিযোগের কথা জানিয়ে নজরবন্দি দফতর থেকে ফোন করা হয় প্রযোজনা সংস্থা টিভিওয়ালা মিডিয়ার কর্তা আমিত বাবুকে। তিনি সব শুনে বললেন “স্বস্তিকা খুব বড় মাপের অভিনেত্রী। ওনার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো। মেসেজের কথা মেনে নিয়ে তিনি বলেন “পরবর্তীকালে তাঁর সঙ্গে কাজ করবেন” মানে এই নয় যে এই প্রোজেক্টএ কাজ করবেন। অন্য কোন কাজ হলে তাতে তারা স্বস্তিকার কথা ভাবতে পারেন বলে জানিয়েছেন।
এর সাথে তিনি বলেছেন উনি আর যে কথা গুল বলেছেন সে গুলো তাঁর কথা আমাদের নয়। নতুন “দুপুর ঠাকুরপো” আগের মতো হিট হবে বলে আশা প্রকাশ করেছেন আমিত বাবু।
স্বস্তিকার অভিযোগ 'দুপুর ঠাকুরপো'র প্রযোজনা সংস্থা টিভিওয়ালা মিডিয়ার অপেশাদারি মনোভাবের কারণেই তিনি এই ওয়েব সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর অভিযোগ, তিনি গত ৪ মাস ধরে টিভিওয়ালা মিডিয়া প্রযোজনা সংস্থার কাজ থেকে 'দুপুর ঠাকুরপো'র সিজন২ এর চিত্রনাট্য চেয়ে পাঠিয়েছিলেন এবং পরিচালকের নাম জানতে চেয়েছিলেন। তবে প্রযোজনা সংস্থার তরফে তাঁকে কিছুই জানানো হয়নি। স্বস্তিকা আরও লিখেছেন, হঠাৎ করে বৃহস্পতিবার রাতে তাঁর 'দুপুর ঠাকুরপো' ওয়েব সিরিজের প্রযোজক অমি গঙ্গোপাধ্যায় তাঁকে মেসেজ করেন।
তাতে নাকি অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীকালে তাঁর সঙ্গে কাজ করবেন বলে উল্লেখ করা হয়। তাঁদের এধরনের ব্যবহারে বেশ বিরক্ত হন অভিনেত্রী স্বস্তিকা । এই অভিযোগের কথা জানিয়ে নজরবন্দি দফতর থেকে ফোন করা হয় প্রযোজনা সংস্থা টিভিওয়ালা মিডিয়ার কর্তা আমিত বাবুকে। তিনি সব শুনে বললেন “স্বস্তিকা খুব বড় মাপের অভিনেত্রী। ওনার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো। মেসেজের কথা মেনে নিয়ে তিনি বলেন “পরবর্তীকালে তাঁর সঙ্গে কাজ করবেন” মানে এই নয় যে এই প্রোজেক্টএ কাজ করবেন। অন্য কোন কাজ হলে তাতে তারা স্বস্তিকার কথা ভাবতে পারেন বলে জানিয়েছেন।
এর সাথে তিনি বলেছেন উনি আর যে কথা গুল বলেছেন সে গুলো তাঁর কথা আমাদের নয়। নতুন “দুপুর ঠাকুরপো” আগের মতো হিট হবে বলে আশা প্রকাশ করেছেন আমিত বাবু।
No comments