সুপ্রিম কোর্টে পরাজয়ই বড় ভরসা! বিজেপির নতুন চাল।
নজরবন্দি ব্যুরোঃ সুপ্রিম কোর্টের রায় বিপক্ষে গেছে বিজেপি শিবিরের। কিন্তু তাতে কোনো ক্ষতিই হয়নি বিজেপির। উল্টে তাদের নতুন চালে পঞ্চায়েত ভোটে ঘোর বেকায়দায় পড়তে চলেছে নির্বাচন কমিশন এবং শাসক দল তৃণমূল কংগ্রেস।
রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসা-রাজ চলছে, অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। আজ সেই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানায়, যেহেতু রাজ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই আর এবিষয়ে কোনোরকম হস্তক্ষেপ করবে না আদালত। এই রায় আপাতভাবে বিজেপির বিপক্ষে গেলেও আখেরে লাভই হয়েছে তাদের।
সুপ্রিম কোর্টের রায়ের ১১ থেকে ১৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাজ্যে সুষ্ঠু নির্বাচনে সাহায্য করবে কমিশন। এই সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা জানাতে হবে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করবে কমিশন। এর পরেই বিজেপি নেতারা উল্টো চাল চালেন। তারা জানান, যে সমস্ত বিজেপি নেতারা মনোনয়ন জমা দিতে পারেননি তাদের নামের তালিকা নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাওয়া হবে আজ। যেহেতু আজই মনোনয়ন জমা দেওয়া শেষ দিন তাই ব্যবস্থা নিতেই হবে কমিশনকে, সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী।
বিরোধীদের মনোনয়ন পত্র জমা দেওয়ায় বাধা সৃষ্টি করার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। এবার সুপ্রিম কোর্টের রায়ের ওই বিশেষ অংশের চাপে পড়ে উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হবে কমিশন। আর এবিষয়ে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করলে শাসক দলের 'বিরুদ্ধে শূন্য পঞ্চায়েত'এর স্বপ্ন যে ঘোর বিপাকে পড়বে তা বলাই বাহুল্য।
রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসা-রাজ চলছে, অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। আজ সেই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানায়, যেহেতু রাজ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই আর এবিষয়ে কোনোরকম হস্তক্ষেপ করবে না আদালত। এই রায় আপাতভাবে বিজেপির বিপক্ষে গেলেও আখেরে লাভই হয়েছে তাদের।
সুপ্রিম কোর্টের রায়ের ১১ থেকে ১৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাজ্যে সুষ্ঠু নির্বাচনে সাহায্য করবে কমিশন। এই সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা জানাতে হবে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করবে কমিশন। এর পরেই বিজেপি নেতারা উল্টো চাল চালেন। তারা জানান, যে সমস্ত বিজেপি নেতারা মনোনয়ন জমা দিতে পারেননি তাদের নামের তালিকা নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাওয়া হবে আজ। যেহেতু আজই মনোনয়ন জমা দেওয়া শেষ দিন তাই ব্যবস্থা নিতেই হবে কমিশনকে, সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী।
বিরোধীদের মনোনয়ন পত্র জমা দেওয়ায় বাধা সৃষ্টি করার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। এবার সুপ্রিম কোর্টের রায়ের ওই বিশেষ অংশের চাপে পড়ে উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হবে কমিশন। আর এবিষয়ে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করলে শাসক দলের 'বিরুদ্ধে শূন্য পঞ্চায়েত'এর স্বপ্ন যে ঘোর বিপাকে পড়বে তা বলাই বাহুল্য।
No comments