লাইনচ্যুত হল আসানসোল বর্ধমান লোকাল৷
যায়। বুধবার সকাল পৌনে দশটা নাগাদ আসানসোল স্টেশনের কাছে লোকো এলাকায় এই ঘটনা ঘটে। ১২ বগির খালি ট্রেনটি স্টেশনে যাত্রী নামিয়ে কারশেডে নিয়ে যাওয়ার সময়ে এই ঘটনা ঘটেছে। যাত্রী না থাকায় বড়সড় অঘটনের হাত থেকে বেঁচে গিয়েছে লোকাল ট্রেনটি। ট্রেনের চালক জানিয়েছেন, রওনা হওয়ার হলুদ সিগন্যাল দেখেই ট্রেনটি রওনা করিয়েছিলাম। আচমকাই সিগন্যাল বদল করে লাল করে দেয়। ট্রেনটি দাঁড় করানোর আগেই তিনটি চাকা নিচে নেমে যায়।
আমার তরফে কোনও গাফিলতি নেই৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসেন এডিআরএম সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। ঘটনাস্থলে বিশেষ বগি এনে ট্রেনটিকে আবার লাইনে তোলার কাজ শুরু হয়। সূত্রে খবর, প্রাথমিকভাবে জানা গিয়েছে, আসানসোল কন্ট্রোল রুমের থেকে সিগন্যাল নিয়ন্ত্রণ ও লাইন পরিবর্তনের কাজে ভুলের জন্যই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ট্রেনটিকে স্টেশন থেকে লাইন পরিবর্তন করে কারশেডে নিয়ে যাওয়ার কথা ছিল।
প্রাথমিক সিগন্যাল দিয়ে ট্রেনটি রওনা করানো হলেও লাইন পরিবর্তনের কাজ করা হয়নি। আচমকাই সিগন্যাল বদল করে লাল করা হয়। ট্রেনটিকে থামার নির্দেশ দেওয়া হলেও তা করা সম্ভব হয়নি। ট্রেনটি সিগন্যাল দেখে দাঁড়িয়ে গেলেও তার আগেই লাইনচ্যুত হয়ে যায়।
Loading...
কোন মন্তব্য নেই