স্কুল সার্ভিসের নিয়োগপত্র আনতে গিয়ে জুটল চড়! অমানবিকতার 'দৃষ্টান্ত' গড়লেন পর্ষদ সভাপতি।
জনৈক সমীরণ রায় নামে এক চাকরি প্রার্থীর দাবি, তিনি স্কুল সার্ভিসের গ্রুপ সি-এর প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং সে কারণে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুসারে সল্টলেকের ডিরোজিও ভবনে যান নিয়োগপত্র আনার জন্য। সেখানে গিয়ে ভুলবশত অন্য কুপন নিয়ে ভেতরে যান। এই ভুলের কথা পর্ষদ সভাপতিকে জানাতেই তাকে চড় মারেন সভাপতি।
এরপর যদিও সঠিক কুপন নিয়ে ভেতরে গিয়ে নিয়োগপত্র আদায় করেন ওই চাকরি প্রার্থী তবে তাকে চড় মারার বিষয়টিকে মানতে পারেননি সমীরণ বাবু। ভুল কুপন নেওয়া তার নিজের ভুল, একথা স্বীকার করে নিয়েও তিনি প্রশ্ন তোলেন, সেই ভুলের জন্য তার গায়ে হাত তোলার অধিকার কি রয়েছে পর্ষদ সভাপতির?
এই প্রশ্ন শুধু সমীরণ বাবুর নয়, সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিক সমাজের।
Loading...
কোন মন্তব্য নেই