Header Ads

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি মামলা, হাইকোর্টে এলেন না বিজেপির আইনজীবী! রনে ভঙ্গ?

নজরবন্দি ব্যুরোঃ আজ শুনানি হলনা পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন-বিজ্ঞপ্তি মামলার। গতকাল নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির উপর অন্তবর্তিকালীন স্টে অর্ডার দেয় কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশের সময়সীমা বাড়িয়ে দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন।

যদিও ১২ ঘন্টা কাটতে না কাটতেই সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়ায় কলকাতা হাইকোর্টে মামলা করে বিজেপি। বিচারপতি সুব্রত তালুকদার কমিশনের নতুন বিজ্ঞপ্তির উপর অন্তবর্তিকালীন স্টে অর্ডার দেন।
আজ তৃণমূলের পক্ষ থেকে আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও উপস্থিত হননি বিজেপির আইনজীবী।

কল্যান বন্দ্যোপাধ্যায় বিচারপতি সুব্রত তালুকদারকে বলেন, বিজেপি সুপ্রিমকোর্ট আর হাইকোর্টে একই ইস্যু নিয়ে মামলা করেছে। তিনি বিচারপতির কাছে জানতে চান সুপ্রিম কোর্টে যে ইস্যুতে মামলা হয়েছে, হাইকোর্ট কি সেই ইস্যুতেই মামলা টা শুনতে পারে? তাঁর অভিযোগ বিজেপি হাইকোর্টে সবটাই লুকিয়ে গেছে।

ফলে অন্তর্বর্তী স্থগিতাদেশের আর কোনো কি তাৎপর্য থাকছে? এমনকি আমাকেও কোনো কাগজ দেয়নি সুপ্রিম কোর্টে মামলা নিয়ে। তাহলে দুজায়গায় যদি একই ইস্যুতে মামলা হয় সেটা তো দুজায়গার বিচারপতিদের কাছে ডবল ওয়ে ট্রাফিক হয়ে যাবে। মামলার গুরুত্ব অনুধাবন করে আমি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলাম বলে জানান বিচারপতি সুব্রত তালুকদার। মামলার আবার শুনানি হবে আগামীকাল সকাল ১০.৩০ মিনিটে। তৃণমূল বলছে কোন যুক্তি খুঁজে না পেয়ে রনে ভঙ্গ দিল বিজেপি! কল্যানের খোঁচা "বিজেপি পালিয়ে গেল"।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.