Header Ads

এবার গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে শামির বিরুদ্ধে মামলা করল হাসিন!

নজরবন্দি ব্যুরোঃ এবার মহম্মদ সামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আলিপুর আদালতে মামলা দায়ের করলেন হাসিন জাহান।
গতকাল তাঁর আইনজীবী কে সাথে নিয়ে আলিপুর আদালতে মামলা দায়ের করেন। এছাড়াও তিনি সামির কাছ থেকে ভরণপোষণও চেয়েছেন। মঙ্গলবার হাসিনের অভিযোগ শোনার পরে আদালত আগামী পনেরো দিনের মধ্যে সামিকে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য সমন জারি করেছে। গত মাসে পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন সামি। তাঁকে দেখতে মেয়েকে নিয়ে দিল্লি গিয়েছিলেন হাসিন।

কিন্তু সামি তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে অস্বীকার করেন বলে অভিযোগ। হাসিন বলেছিলেন, সামি পথ দুর্ঘটনায় আহত হয়েছে জেনে আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু ও আমার সঙ্গে দেখা করতে অস্বীকার করেছে। ও আমাকে হুমকি দিয়ে বলেছে, তোমার সঙ্গে আদালতেই দেখা হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.