Header Ads

নির্বাচনের আগেই দিদিকে বীরভূম উপহার কেষ্টর! ত্রিস্তরে প্রায় ১০০% আসনে জয়ী তৃণমূল

নজরবন্দি ব্যুরোঃ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সীমা শেষ হওয়ার সাথে সাথেই অনুব্রত ম্যাজিকে বীরভূমের দখল নিল তৃণমূল! কার্যত দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক নির্বাচনী উপহার দিলেন দিদির আদরের কেষ্ট।

বীরভূমের মোট জেলা পরিষদ আসনের সংখ্যা ৪২, যার মধ্যে ৪১ টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়যুক্ত হতে চলেছে তৃণমূল! শেষ খবর পাওয়া পর্যন্ত বীরভূমের ১৯টি ব্লকের মধ্যে শুধুমাত্র ময়ূরেশ্বর ১ ও ২, নলহাটি ১, মহম্মদবাজার এবং সিউড়ি-১ ব্লকে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনে বিরোধীরা কিছু মনোনয়ন জমা দিতে পেরেছেন বিরোধী প্রার্থীরা। এখন পর্যন্ত জেলার ১৯টা ব্লকের মধ্যে ১৪টিতে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনে কোন প্রার্থী নেই বিরোধীদের!!


অনুব্রত মণ্ডলের কথায়, "আমি কোথাও বাঁধা দিইনি তাও বিরোধীরা কেন যে এলো না কেন লড়াই করতে!! আমি কোথাও বাধা দিয়েছি দেখাতে পারবেন?" অনুব্রত নাকি চেয়েছিলেন বিরোধীরা আসুক, কিন্তু কোথাও তাঁদের দেখতে না পেয়ে তিনি হতাশ!!
অনুব্রতর ঘোষণা রেজাল্ট বেরোনোর পর দেখা যাবে বীরভূমের সব আসনে জিতেছে তৃণমূল!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.