Header Ads

পথ দুর্ঘটনায় আহত হলেন পাঁচ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

নজরবন্দি,রায়গঞ্জ:পথ দুর্ঘটনায় আহত হলেন পাঁচ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আশঙ্কাজনক হয়ে হাসপাতালে ভর্তি থাকায় দু’জন দিতে
পারলেন না পরীক্ষা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দু’জনকে গুরুতর অবস্থায় ভরতি করা হয়েছে। ইসলামপুর থানার রামগঞ্জের দশজন ছাত্র-ছাত্রী টোটো ভ্যানে চেপে ক্ষুদিরামপল্লী হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিলেন।

রামগঞ্জের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে আচমকা সামনে একটি মোটরবাইক চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে পরীক্ষার্থী বোঝাই টোটোটি রাস্তাতেই উলটে গেলে আহত হয় পাঁচ পরীক্ষার্থী। তাদের সকলকে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হলে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দু’জন ছাত্রীর অবস্থা গুরুতর থাকায় তাদের ভরতি করা ইসলামপুর হাসপাতালে। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারলনা ওই দুই পড়ুয়া।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.