Header Ads

কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে এবার অন্য ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী?

নজরবন্দি ব্যুরোঃ কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে এবার মুখ খুললেন বলিউডের এককালের নামী তারকা সিমি গারেওয়াল। তাঁর দাবি অন্য
কাউকে আড়াল করতেই এই হত্যা মামলার দায় নিজের ঘাড়ে নিয়েছেন সলমন।সিমি গারেওয়াল এদিন জানান, সলমন খুব ছোট আবেগকেও গুরুত্ব দেন। তাই কোনও ছোট্ট আবেগঘন কারণে সলমন নিজের ঘারে কৃষ্ণসার হরিণহত্যার দায় নিয়েছেন বলে দাবি করছেন বলিউড অভিনেত্রী সিমি গারেওয়ালের। সিমি নিজের টুইটে দাবি করেছেন, সলমন নিজে থেকে বন্দুকের ট্রিগারটি সেদিন টিপে দেননি।

সিমির দাবি ,সলমন কোনও অপরাধ করেননি। অভিনেত্রীর অনুমান , কাউকে বাঁচাতেই নিজেরে সামনে এনে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষ ঘাড়ে নিচ্ছেন সলমন। জোধপুরে ১৯৯৮ সালে শ্যুটিং এর সময় কৃষ্ণসার হরিণ মারেন বলে তাঁর ৫ বছর কারাদণ্ড দিয়েছে যোধপুর আদালত।কিছুদিন আগে জানা গিয়েছিল , সেই হরিণ মারার সময় অভিনেত্রী তাব্বু নাকি সলমনকে উসকানি দেন হরিণকে তাক করে গুলি করতে। সিমি গারেওয়াল এদিন সেই বিষয়টি নিয়েই কি কোনও ইঙ্গিত দিলেন? এ প্রশ্নের জবাব যদিও মেলেনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.