Header Ads

আলোচনায়ই ভারত-পাক সমস্যার সমাধানের একমাত্র পথঃ পাক সেনাপ্রধান



নজরবন্দি ব্যুরোঃ  জঙ্গিদের মদত দেওয়ার ফলে আন্তর্জাতিক স্তরে ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তান।জঙ্গি দমনকে কেন্দ্র করে ইসলামাবাদের উপরে চাপ আরও তীব্র করছে ট্রাম্প প্রশাসন।
এছাড়াও আর্থিক সাহায্য দেওয়ার ব্যাপারেও কড়াকড়ি শুরু করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।এরকম সাঁড়াশি চপের মুখে পরে এবার সুর বদল করল পাকিস্থান। পাক সেনা প্রধান কামর জাভেদ বাজওয়া বলেন ‘ভারত-পাকিস্তান সমস্যার সবকটিই মিটিয়ে ফেলাযাবে আলোচনার মাধ্যমে’।তিনি গত শনিবার পাকিস্তানের মিলিটারি অ্যাকাডেমির এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সেখানে তিনি  আরও বলেন, ‘ভারত পাকিস্তানের মধ্যে পড়ে থাকা সব বিবাদ, এমনকি কাশ্মীর সমস্যারও সমাধান করাযাবে এটা সম্ভবযদি দুদেশের মধ্যে সদার্থক আলোচনা হয়


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.