পঞ্চায়েত যুদ্ধে নতুন চাল বিজেপির! এবার 'শিক্ষক' অস্ত্রেই বাজিমাত?
নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নিরবাচন ঘিরে রাজ্য জুড়ে সাজ সাজ রব। একদিকে বিরোধী শূন্য পঞ্চায়েত গড়ার কথা ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস, আরেকদিকে শাসকের মারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রাজ্যের একাধিক জায়গায় চলছে বিরোধীদের মনোনয়ন পত্র জমা দেওয়া।
তৃণমূল আত্মবিশ্বাসের সুরে বলছে 'বিরোধী শূন্য পঞ্চায়েত হবে'। কিন্তু বাস্তবে পরিস্থিতি যে বেশ খানিকটা আলাদা তা বোঝা যাচ্ছে। প্রায় চার বছর ধরে রাজ্যে বন্ধ শিক্ষক নিয়োগ।এবার তৃণমূল নয়, বিরোধীদের মনোনয়নে বাধা পুলিশের! সুরক্ষার দায়িত্ব নিতে অস্বীকার!!! #Exclusive চাকরির পরীক্ষা দিয়েও নিয়োগ না পেয়ে ক্ষোভে ফুঁসছেন শিক্ষক পদপ্রার্থীরা। সেই সঙ্গে রয়েছে কর্মরত শিক্ষকদের বেতন বঞ্চনার অভিযোগ। সব মিলিয়ে অনেকটাই ব্যাকফুটে রাজ্য সরকার। আর সেই জায়গাটাই এবার নিতে তৈরি গেরুয়া শিবির।
চাকরি প্রার্থীদের বঞ্চনা, নিয়োগ দুর্নীতি, স্বজনপোষণ সহ একাধিক শিক্ষক সমস্যাকে সামনে রেখে বর্ধমানে টিচারস সেল সম্মেলন করে বিজেপি। সম্মেলনে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু, তনভীর নাসরিন, দীপন বিশ্বাস, চন্দন কুমার বসু সহ একাধিক বিজেপি হেভিওয়েট এবং কয়েকশো প্রতিনিধি। এদিনের আলোচনায় হবু শিক্ষকদের নিয়োগ না করার পাশাপাশি উঠে আসে শিক্ষকদের ন্যায্য বেতন না দেওয়ার বিষয়টিও।
বিজেপি নেতা সায়ন্তন বসু সহ অন্যানরাও সেই সুরে সুর মেলান। তুলে ধরা হয়, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কতটা বঞ্চিত এরাজ্যের শিক্ষকরা।
শিক্ষক ও অন্যান্য সরকারি চাকরি প্রার্থীদের শাসক দলের বিরুদ্ধে তুমুল ক্ষোভকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে যুদ্ধে নামছে বিজেপি শিবির। এই যুদ্ধ কতটা ফলপ্রসূ হয় তা বলবে সময়।
তৃণমূল আত্মবিশ্বাসের সুরে বলছে 'বিরোধী শূন্য পঞ্চায়েত হবে'। কিন্তু বাস্তবে পরিস্থিতি যে বেশ খানিকটা আলাদা তা বোঝা যাচ্ছে। প্রায় চার বছর ধরে রাজ্যে বন্ধ শিক্ষক নিয়োগ।এবার তৃণমূল নয়, বিরোধীদের মনোনয়নে বাধা পুলিশের! সুরক্ষার দায়িত্ব নিতে অস্বীকার!!! #Exclusive চাকরির পরীক্ষা দিয়েও নিয়োগ না পেয়ে ক্ষোভে ফুঁসছেন শিক্ষক পদপ্রার্থীরা। সেই সঙ্গে রয়েছে কর্মরত শিক্ষকদের বেতন বঞ্চনার অভিযোগ। সব মিলিয়ে অনেকটাই ব্যাকফুটে রাজ্য সরকার। আর সেই জায়গাটাই এবার নিতে তৈরি গেরুয়া শিবির।
চাকরি প্রার্থীদের বঞ্চনা, নিয়োগ দুর্নীতি, স্বজনপোষণ সহ একাধিক শিক্ষক সমস্যাকে সামনে রেখে বর্ধমানে টিচারস সেল সম্মেলন করে বিজেপি। সম্মেলনে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু, তনভীর নাসরিন, দীপন বিশ্বাস, চন্দন কুমার বসু সহ একাধিক বিজেপি হেভিওয়েট এবং কয়েকশো প্রতিনিধি। এদিনের আলোচনায় হবু শিক্ষকদের নিয়োগ না করার পাশাপাশি উঠে আসে শিক্ষকদের ন্যায্য বেতন না দেওয়ার বিষয়টিও।
বিজেপি নেতা সায়ন্তন বসু সহ অন্যানরাও সেই সুরে সুর মেলান। তুলে ধরা হয়, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কতটা বঞ্চিত এরাজ্যের শিক্ষকরা।
শিক্ষক ও অন্যান্য সরকারি চাকরি প্রার্থীদের শাসক দলের বিরুদ্ধে তুমুল ক্ষোভকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে যুদ্ধে নামছে বিজেপি শিবির। এই যুদ্ধ কতটা ফলপ্রসূ হয় তা বলবে সময়।
No comments