ডেভিস কাপের ইতিহাসে নয়া নজির পেজের ! বুড়ো হাড়ে ভেল্কি?
নজরবন্দিঃ ইতালির নিকোলা পিয়েত্রানজেলির ৪২ ম্যাচের জয়ের রেকর্ড ভেঙে ডেভিস কাপের ইতিহাসে সর্বাধিক ডাবলস ম্যাচ জয়ের নজির গড়লেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ৷ রোহান
বোপান্নাকে সঙ্গী করে চিনা জুটি মো জিং গং ও জি জ্যাংকে হারালেন ৫-৭,৭-৬,৭-৬ ফলে। ডেভিস কাপে এটি লিয়েন্ডারের ৪৩তম ডাবলস ম্যাচ জয়৷এদিন গ্রুপ আই টাইয়ে জিততেই হতো ভারতকে। ০-২-তে পিছিয়ে ছিল ভারত। কারণ এর আগে রামকুমার রামনাথন ও সুমিত নাগালের জুটি শুক্রবার হেরে যায়। ফলে ডাবলসে টিঁতে থাকতে হলে পেজ জুটিকে জিততেই হতো।
বোপান্নাকে সঙ্গী করে চিনা জুটি মো জিং গং ও জি জ্যাংকে হারালেন ৫-৭,৭-৬,৭-৬ ফলে। ডেভিস কাপে এটি লিয়েন্ডারের ৪৩তম ডাবলস ম্যাচ জয়৷এদিন গ্রুপ আই টাইয়ে জিততেই হতো ভারতকে। ০-২-তে পিছিয়ে ছিল ভারত। কারণ এর আগে রামকুমার রামনাথন ও সুমিত নাগালের জুটি শুক্রবার হেরে যায়। ফলে ডাবলসে টিঁতে থাকতে হলে পেজ জুটিকে জিততেই হতো।
No comments