এবার গাড়ি কেনার সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে নম্বর প্লেট।
নজরবন্দি ব্যুরোঃ গাড়ি কেনার পর থাকে হরেক ঝক্কি। রোড পারমিশন, নম্বর প্লেট, লাইসেন্স, হাজারও ঝামেলা। নম্বরের জন্যও মাথার
ঘাম পায়ে পড়ে। এবার সেসব ঝামেলা থেকে মুক্তি। গাড়ি কেনার সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে নম্বর প্লেট। থাকবে নতুন গাড়ির সঙ্গেই। আর সেই সব মিলিয়েই ধার্য হবে গাড়ির দাম। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। এবিষয়ে নীতিন গড়করি বলেন, "আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে নতুন গাড়ির সঙ্গেই থাকবে নম্বর ও রেডিমেট প্লেট। কোনও সরকারি দপ্তর বা অন্য কোথাও যেতে হবে না।
গাড়ি প্রস্তুতকারক সংস্থা তৈরি করবে এই নম্বর প্লেট। নতুন নিয়ম অনুয়ায়ী, গাড়ির নম্বর প্লেট, রেজিস্ট্রেশন নম্বরের দাম গাড়ির মোট দামের সঙ্গেই ধরা হবে।" তিনি বলেন, "এই নতুন প্রযুক্তির নম্বর প্লেট ক্রেতা বা ব্যবহারকারীকে স্বস্তি দেবে। প্রত্যেক রাজ্যে নম্বর বণ্টনের ক্ষেত্রে একই নিয়মাবলী প্রযোজ্য থাকবে।"
ঘাম পায়ে পড়ে। এবার সেসব ঝামেলা থেকে মুক্তি। গাড়ি কেনার সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে নম্বর প্লেট। থাকবে নতুন গাড়ির সঙ্গেই। আর সেই সব মিলিয়েই ধার্য হবে গাড়ির দাম। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। এবিষয়ে নীতিন গড়করি বলেন, "আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে নতুন গাড়ির সঙ্গেই থাকবে নম্বর ও রেডিমেট প্লেট। কোনও সরকারি দপ্তর বা অন্য কোথাও যেতে হবে না।
গাড়ি প্রস্তুতকারক সংস্থা তৈরি করবে এই নম্বর প্লেট। নতুন নিয়ম অনুয়ায়ী, গাড়ির নম্বর প্লেট, রেজিস্ট্রেশন নম্বরের দাম গাড়ির মোট দামের সঙ্গেই ধরা হবে।" তিনি বলেন, "এই নতুন প্রযুক্তির নম্বর প্লেট ক্রেতা বা ব্যবহারকারীকে স্বস্তি দেবে। প্রত্যেক রাজ্যে নম্বর বণ্টনের ক্ষেত্রে একই নিয়মাবলী প্রযোজ্য থাকবে।"
No comments