আরামবাগে শাসকের হাতে আক্রান্ত সিপিআইএম। জোনাল অফিসেই কিল-চড়-ঘুষি! "নো-নমিনেশন"
নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচন কে ঘিরে ক্রমেই বাড়ছে হিংসার ঘটনা। পাহাড় জমছে অভিযোগের। এবার ঘটনা হুগলীর আরামবাগে। আরামবাগের পারুল গ্রামের বাসিন্দা সুদীপ্ত পোদ্দার সিপিআইএম কর্মী। আজ দুপুরে তাঁকে আরামবাগের জোনাল অফিস থেকে বার করে এনে বেধড়ক মারধোর করে তৃণমূল কর্মীরা।
কিল, চড়, ঘুষির পাশাপাশি ওই সিপিআইএম নেতার চোখে ছুড়ে দেওয়া হয় বালি!! সিপিআইএমের অভিযোগ, আজ সকাল থেকে আরামবাগের সিপিআইএম-এর জোনাল কার্যালয় ঘিরে রাখে তৃণমূলের লোকজন। সিপিআইএম-এর আরামবাগ ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক পূর্ণেন্দু চট্টোপাধ্যায় অভিযোগ করেন, "আমাদের দলের ১ নম্বর এরিয়া কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গির কার্যালয়ে আসছিলেন। তিনি মার খেয়েছেন।
এরিয়া কমিটির সদস্য তরুণ রায়, আরামবাগ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তপন মুখার্জি অফিসের সামনে মার খেয়েছেন। অফিসে আসার সময় সুদীপ্ত পোদ্দারকে মারধর করা হয়েছে। রাজ্যের শাসকদল এত ভীত যে আমরা নমিনেশন ফাইল করলে তাদের পরাজয় নিশ্চিত জেনে এই ধরনের সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে এবং আমাদের আক্রমণ করছে।"
উল্লেখ্য এখন পর্যন্ত অনেক চেষ্টার পরেও সারাদিন ধরে বাম প্রার্থীরা নোমিনেশন জমা দিতে পারেন নি!
কিল, চড়, ঘুষির পাশাপাশি ওই সিপিআইএম নেতার চোখে ছুড়ে দেওয়া হয় বালি!! সিপিআইএমের অভিযোগ, আজ সকাল থেকে আরামবাগের সিপিআইএম-এর জোনাল কার্যালয় ঘিরে রাখে তৃণমূলের লোকজন। সিপিআইএম-এর আরামবাগ ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক পূর্ণেন্দু চট্টোপাধ্যায় অভিযোগ করেন, "আমাদের দলের ১ নম্বর এরিয়া কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গির কার্যালয়ে আসছিলেন। তিনি মার খেয়েছেন।
এরিয়া কমিটির সদস্য তরুণ রায়, আরামবাগ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তপন মুখার্জি অফিসের সামনে মার খেয়েছেন। অফিসে আসার সময় সুদীপ্ত পোদ্দারকে মারধর করা হয়েছে। রাজ্যের শাসকদল এত ভীত যে আমরা নমিনেশন ফাইল করলে তাদের পরাজয় নিশ্চিত জেনে এই ধরনের সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে এবং আমাদের আক্রমণ করছে।"
উল্লেখ্য এখন পর্যন্ত অনেক চেষ্টার পরেও সারাদিন ধরে বাম প্রার্থীরা নোমিনেশন জমা দিতে পারেন নি!
No comments