Header Ads

মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আয় বাড়িয়েছেন দ্বিগুণ! কিছুই কি শিখল না কেন্দ্র? প্রশ্ন ঋতব্রতর।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের স্বার্থে একাধিক বার রাজ্যসভায় সরব হয়েছেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আরও একবার কৃষক প্রসঙ্গে রাজ্যের সাফল্যকে তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের অবহেলাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি।
এদিন কৃষি মন্ত্রকের কাছে সরাসরি জানতে চান, কেন্দ্রীয় সরকার কি রাজ্যের কৃষিক্ষেত্রে উন্নয়নের বিষয়টিকে লক্ষ্য করে গোটা দেশের কৃষক সমস্যা মেটানোর মডেল হিসেবে ভাবার দিকে এগোচ্ছে? যদিও কেন্দ্রের তরফে কোনো ইতিবাচক উত্তর পাননি বলেই জানিয়েছেন তিনি। তিনি বলেন, কেন্দ্র জানায়, এটা একেবারেই রাজ্য গুলির নিজস্ব বিষয়।

এখানেই প্রশ্ন তোলেন সাংসদ, কৃষক সমস্যা যদি রাজ্যের বিষয় হয় তাহলে সেই বিষয় নিয়ে কেন কেন্দ্র সময় সময় ন্যাশনাল পলিসি এবং নির্দেশিকা জারি করে? কেন্দ্রের বিজেপি সরকারকে কৃষক বিরোধী সরকার আখ্যা দিয়ে ঋতব্রত বলেন, এই সরকার রাজ্যের সাফল্যকে ছোট করতেই ব্যস্ত। এদিকে গোটা দেশ কৃষক আত্মহত্যা সহ আরও নানা সমস্যায় জেরবার। সেদিকে হুঁশ নেই মোদী সরকারের।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর পাঁচ বছরে কৃষকদের আয় বেড়েছে দ্বিগুণ। উন্নয়নের বিচারে এই মুহূর্তে রাজ্যের অবস্থা যথেষ্ট ভালো। অথচ কেন্দ্রের সরকারের একাধিক নীতির কারণে সমস্যায় জর্জরিত দেশের একাধিক রাজ্যের কৃষকরা। তা সত্ত্বেও কিছুই শেখার মনোবৃত্তি নেই বিজেপি সরকারের। এটা ভীষণই লজ্জার! তীব্র সমালোচনা করেন ঋতব্রত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.