মনোনয়ন জমা কে কেন্দ্র করে তুফানগঞ্জ ব্যাপক সংঘর্ষ বিজেপি ও তৃণমূল এর মধ্যে।
নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ক্রমশ ছড়িয়ে পরছে বিভিন্ন জেলাতে।
এবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ।গন্ডগোল এড়াতে বি ডি ও অফিসগুলির পরিবর্তে তুফানগঞ্জে মহকুমাশাসকের অফিসে মনোনয়নপত্র তোলা ও জমা নেওয়ার ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন।কিন্তু তাতে এড়ানো যায়নি সংঘর্ষ। দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিজেপি ও তৃণমূল কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মহকুমাশাসকের অফিস চত্বরেই লাঠি নিয়ে একে অপরের উপর হামলা চালায় তারা।সংঘর্ষে দু’পক্ষের ১০ জন জখম হয়েছেন।তাঁদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলকর্মী তপন বর্মণ বলেন, “মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলাম। হঠাৎ বিজেপি-র কর্মীরা এসে হামলা চালায়।” এদিকে বিজেপি-র কোচবিহার জেলা সম্পাদক নিখিলরঞ্জন দে বলেন,
“আমাদের কর্মীরা মনোনয়নপত্র জমা দিতে যাবে এটা জানিয়ে আগেই পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিলাম। কিন্তু, পুলিশ নিরাপত্তা দিতে অস্বীকার করে। এরপর যখন আমাদের কর্মীরা মনোনয়নপত্র জমা দিতে যায় তখন তৃণমূলের লোকজন হামলা চালায়।”
এবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ।গন্ডগোল এড়াতে বি ডি ও অফিসগুলির পরিবর্তে তুফানগঞ্জে মহকুমাশাসকের অফিসে মনোনয়নপত্র তোলা ও জমা নেওয়ার ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন।কিন্তু তাতে এড়ানো যায়নি সংঘর্ষ। দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিজেপি ও তৃণমূল কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মহকুমাশাসকের অফিস চত্বরেই লাঠি নিয়ে একে অপরের উপর হামলা চালায় তারা।সংঘর্ষে দু’পক্ষের ১০ জন জখম হয়েছেন।তাঁদের তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলকর্মী তপন বর্মণ বলেন, “মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলাম। হঠাৎ বিজেপি-র কর্মীরা এসে হামলা চালায়।” এদিকে বিজেপি-র কোচবিহার জেলা সম্পাদক নিখিলরঞ্জন দে বলেন,
“আমাদের কর্মীরা মনোনয়নপত্র জমা দিতে যাবে এটা জানিয়ে আগেই পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিলাম। কিন্তু, পুলিশ নিরাপত্তা দিতে অস্বীকার করে। এরপর যখন আমাদের কর্মীরা মনোনয়নপত্র জমা দিতে যায় তখন তৃণমূলের লোকজন হামলা চালায়।”
No comments