Header Ads

এবার ভোটের নিরাপত্তা নিয়ে আদালতে সরকারী কর্মীদের একাংশ।


নজরবন্দি ব্যুরোঃ   আগামী ১৪ মে এক দফাতে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু এই ভোটে সবচাইতে চিন্তার ব্যাপার নিরাপত্তা। এবার এই ইসু তে ফের আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীরা।
পাশাপাশি নিরাপত্তা ইস্যুতে এদিন আদালতের দ্বারস্থ হন সরকারী কর্মচারীদের একাংশও। বিরোধীদের অভিযোগ সবপক্ষের সঙ্গে আলোচনা না করেই, বিচারপতি সুব্রত তালুকদারের নির্দেশ না মেনেই, একতরফাভাবে ভোটের দিন ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা নিয়ে বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। ওপর দিকে সরকারি কর্মচারীরা পঞ্চায়েত ভোটে নিরাপত্তার প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন ভোটের ডিউটিতে পর্যাপ্ত নিরাপত্তা মিলবে কিনা, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। আদালতে তাঁরা দাবি জানান, ভোটে আধাসেনা মোতায়েনের জন্য। 

এরপরই পঞ্চায়েত ভোটে সার্বিক নিরাপত্তা দিতে রাজ্য ও কমিশন কী পদক্ষেপ করছে, তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেন বিচারপতি। ৪ মে-র মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। রিপোর্টে রাজ্য ও কমিশনকে বুথের সংখ্যা, সশস্ত্র বাহিনী মোতায়েন নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য আলাদা আলাদা ভাবে আদালতকে জানাতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.