Header Ads

আবার অনিশ্চিত নির্বাচনের ভবিষ্যৎ ! এবার আসরে সরকারি কর্মীরা! #BreakingNews


নজরবন্দি ব্যুরো: নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করে গত কাল। একদফায় ১৪ মে ভোটগ্রহণের দিন স্থির হয়েছে। ভোটের দিন স্থির হতেই, সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন উঠেছে নিরাপত্তা বিষয়ে। ইতিমধ্যেই এই বিষয়ে আবার আদালতের দ্বারস্থ হয়েছে এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দল গুলি।


এর পাশাপাশি নিরাপত্তা ইস্যুতে এদিন আদালতের দ্বারস্থ হন সরকারী কর্মচারীদের একাংশও। এদিন হাইকোর্টে নির্বাচন নিয়ে মূলত ২টি মামলা ওঠে আদালতে। সবপক্ষের সঙ্গে আলোচনা না করেই, বিচারপতি সুব্রত তালুকদারের নির্দেশ না মেনেই, একতরফাভাবে ভোটের দিন ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ।এবার ভোটের নিরাপত্তা নিয়ে আদালতে সরকারী কর্মীদের একাংশ।

নিরাপত্তা নিয়ে বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা করেনি কমিশন। আদালতে এদিন অভিযোগ করেন বামেরা। একই ইস্যুতে মামলা দায়ের করেছে পিডিএসও। বিরোধীদের অভিযোগ শোনার পর সোমবার আবার শুনানির দিন ধার্য করেন বিচারপতি।


রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করেন নিরাপত্তা ইস্যুতে আবারও আটকে যেতে পারে নির্বাচন। তাই সোমবার আদালত কি রায় দেন, সেই দিকে তাকিয়ে এই রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.