এবার বলিউডে আসতে চলেছেন অমিতাভের নাতি।
নজরবন্দি ব্যুরোঃ বলিউডে এই মুহূর্তে স্টার কিডদের ফিল্ম জগতে আসার একটা ট্রেন্ড চলছে। শ্রীদেবি কন্যা জাহ্নবী, শাহিদের ভাই ঈশান, সইফের মেয়ে সারা, চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা। এবার এই পথে পা বাড়াবেন বচ্চন পরিবারের আরও একজন। অমিতাভের নাতি অগস্ত্য।
বলিউডে জোর গুঞ্জন এবার রূপোলী পর্দায় আসতে চলেছেন শ্বেতা পুত্র অগস্ত্য নন্দা। তবে ক্যামেরার সঙ্গে নয়। ক্যামেরার পেছনেই পরিচালকের ভূমিকায় থাকতে চান অমিতাভের নাতি। যদিও অমিতাভ নিজে চান অভিনয়েই আসুক অগস্ত্য।
ইতিমধ্যেই নাতি একটি শর্ট ফিল্ম পরিচালনা করেছেন, যা বাহবা কুড়িয়েছে বিশেষজ্ঞদের। এছারাও অগস্ত্য বেশ ভালো একজন স্ক্রিপ্ট রাইটারও। অগস্ত্য যদি সত্যিই পরিচালকের ভূমিকায় বলিউডে পা রাখেন তবে বচ্চন পরিবারের মধ্যে এই প্রথম ইন্ডাস্ট্রিতে ক্যামেরার পেছনে থাকবেন কেউ।
বলিউডে জোর গুঞ্জন এবার রূপোলী পর্দায় আসতে চলেছেন শ্বেতা পুত্র অগস্ত্য নন্দা। তবে ক্যামেরার সঙ্গে নয়। ক্যামেরার পেছনেই পরিচালকের ভূমিকায় থাকতে চান অমিতাভের নাতি। যদিও অমিতাভ নিজে চান অভিনয়েই আসুক অগস্ত্য।
ইতিমধ্যেই নাতি একটি শর্ট ফিল্ম পরিচালনা করেছেন, যা বাহবা কুড়িয়েছে বিশেষজ্ঞদের। এছারাও অগস্ত্য বেশ ভালো একজন স্ক্রিপ্ট রাইটারও। অগস্ত্য যদি সত্যিই পরিচালকের ভূমিকায় বলিউডে পা রাখেন তবে বচ্চন পরিবারের মধ্যে এই প্রথম ইন্ডাস্ট্রিতে ক্যামেরার পেছনে থাকবেন কেউ।
No comments