Header Ads

অনুব্রত শুধু আর বীরভূমের নয়, গোটা রাজ্যের রোল-মডেল।

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের আগেই ৪১-০ নয়, ৪২-০ বীরভূম মুখ্যমন্ত্রীকে উপহার দিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট।
বীরভূম জেলা পরিষদে বিজেপি-র একমাত্র প্রার্থী চিত্রলেখা রায় মনোনয়ন পত্র প্রত্যাহার করার আবেদন জমা দিলেন। আর জেরেই বীরভূম জেলা পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী-শূন্য করে ফেলল তৃণমূল কংগ্রেস।

আজ সকালে সি‌উড়িতে মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করার আবেদন জমা দিয়েছেন তিনি। এই কথা নিজেই জানিয়েছেন মহকুমা শাসক কৌশিক সিংহ।

প্রসঙ্গত, দিনের আলো নিভতেই রাজারহাটের ক্যানসার হাসপাতাল থাকা স্ত্রীর কাছে পৌঁছে যাচ্ছেন বীরভূমের তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। নির্বাচন ঘোষণার পরে থেকেই প্রবল রাজনৈতিক বিতর্ককে সঙ্গী করে বিরোধীদের হেলায় মাঠের বাইরে ফেলে দিয়েছেন তিনি।

এর পর প্রতিদিন হাসপাতালে রাত জাগা! আর শেষ দু’মাস এটাই তাঁর রুটিনে পরিণত হয়েছে। কিন্তু এত কিছুর মাঝেও তৃণমূল সুপ্রিমোকে বিরোধী শূন্য বীরভূম উপহার দিতে ভুলে যাননি তিনি। তাই অনুব্রত শুধু আর বীরভূমের নয়,গোটা রাজ্যে তৃণমূল সমর্থকদের কাছে রোল-মডেলে পরিণত হয়েছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.