Header Ads

আলোচনা বা সমালোচনা, বাম সমর্থকদের দেওয়ালে এখনো প্রাসঙ্গিক ঋতব্রত! কেন?

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে রাজ্যে। নির্বাচনী নৈরাজ্যের অভিযোগ তুলে আগামিকাল ৬ ঘণ্টার বন্ধ ডেকেছে সিপিআইএম। সিপিআইএম-এর বনধ ঘোষণার পর এই বনধের বিরোধিতা করে টুইট করেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
এরপরেই সোশ্যাল মিডিয়ায় ঋতব্রত-বিরোধিতায় নেমে পড়ে সিপিআইএম-এর একটা অংশ। যদিও আরও একটি টুইটে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, সিপিআইএম-এ থাকাকালীন সময়েও বনধের বিরোধিতা করেছেন তিনি। তাই তাঁর ব্যক্তিগত মতামত প্রকাশের ক্ষেত্রে সিপিআইএম-এর বিরোধিতা একেবারেই যুক্তিসঙ্গত নয়। তবে এখানে উঠে আসে আরও একটি প্রশ্ন। যে ঋতব্রতকে দল থেকে বহিষ্কার করেছে সিপিআইএম সে হঠাৎ এতো গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠলো বাম সমর্থকদের কাছে?


গত বছরের সেপ্টেম্বরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করে সিপিআইএম। তারপরেও ঋতব্রতর ব্যক্তিগত মতামতকে এতটা গুরুত্ব কেন দিচ্ছে বামেরা? প্রশ্ন উঠছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে লক্ষ্মণ শেঠ, অনিল বসু, উদয়ন গুহ, রেজ্জাক মোল্লার মতো তাবড় সিপিআইএম নেতাদের সাথে সম্পর্ক ছেদ হয়েছে সিপিআইএম-এর। কিন্তু তারপর তারা আর কখনো বাম সমর্থকদের আলোচনা বা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেননি। তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এই ব্যাতিক্রম কেন? তবে কি এখনো তাঁর অভাবটা পূরণ হয়নি দলে? একটা অংশের মতামত, বর্তমানে সিপিআইএম-এ ঋতব্রতর মতো সুবক্তা এবং শক্তিশালী নেতৃত্বের একটা বড় অভাব রয়েছে। এই অবস্থায় যখন ঋতব্রত মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমুখী কাজের প্রশংসা করছেন এবং সেই সাথে সিপিআইএম-এর বিরোধিতা করছেন তখন তা বেকায়দায় ফেলেছে বামেদের।


সদ্যই সিপিআইএম-এর বাঁকুড়া জেলা কমিটির মেম্বার সুব্রত মুখার্জি বাম ছাত্র যুব সংগঠনের একটা বড় অংশকে নিয়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং তৃণমূলের তরফে তাঁকে বাঁকুড়ার নির্বাচনের প্রার্থী করা হয়েছে। সূত্রের খবর, সিপিআইএম-এর এইরকম বহু নেতৃস্থানীয় ব্যক্তি এবং সমর্থকের সাথে যোগাযোগ রেখে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাই স্বাভাবিক ভাবেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বামেদের শিরঃপীড়ার কারণ। আলোচনা হোক বা সমালোচনা, ঋতব্রতকে ভুলতে পারছেন না বাম সমর্থকরা। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের করা প্রশ্ন নিয়ে ফেসবুক বা টুইটারে পোস্ট করে আলাদা সম্মান দিয়েছেন তাঁকে, একথাও মাথায় রাখতে হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.