Header Ads

পথশিশুদের আলো রাজ্যের মুখ্যমন্ত্রী! চালু করলেন স্মার্ট ক্লাস।

নজরবন্দি ব্যুরোঃ সাধারণ মানুষের বিপুল সমর্থনের ওপর ভর করে রাজ্যের ক্ষমতায় এসেছিল তৃণমূল। মা-মাটি-মানুষের সরকার গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয়বার আরও বেশি জনগণের ভোটে জয়ী হলেন মমতা।
এরপর দীর্ঘ সময়ে দেখা গেছে, রাজ্যবাসীর উদ্দেশ্যে যে সমস্ত প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা একে একে পূরণের পথে হাঁটতে। গ্রামবাংলার গরীব মানুষের কাছে তিনি ঘরের মেয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার যে সমাজের সবস্তরের মানুষের জন্যে তা আরও একবার প্রমাণিত আন্তর্জাতিক পথশিশু দিবসে।

আন্তর্জাতিক পথশিশু দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর সরকার প্রতি মুহূর্তে সমস্ত রাজ্যবাসীর পাশে রয়েছে। অবহেলিত পথশিশুদের শিক্ষা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে নবদিশা স্কুলে বিনামূল্যে স্মার্ট ক্লাসের সুযোগ এনেছে তৃণমূল সরকার। পথশিশুরাও যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে এক সম্মানজনক জীবনের দিকে এগিয়ে যেতে পারে তার জন্যেই এই বিশেষ ভাবনা এবং তাঁর রূপায়ন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.