অসৎ উদ্দেশ্যে নজরবন্দি-র নাম ব্যাবহার করছেন কেউ কেউ, তাঁদের থেকে সাবধান! আমরা ব্যাবস্থা নেব
প্রাথমিক ভাবে ৮৭ টা পর্ব চালানোর পর অর্থ আর স্পনসরের অভাবে বন্ধ হয়ে যায় নজরবন্দি। আবার ফিরে আসা ২০১৪ সালের মে মাসে টানা ৪২ টা পর্ব এবার অন্য এক বাংলা টেলিভিসন চ্যানেল হাই নিউজের হাত ধরে। জনপ্রিয়তা বাড়তে থাকে। বাড়তে থাকে সাধারণ মানুষের আশা। কিন্তু সব কিছু ভিত্তি অর্থ, কারন নজরবন্দিতে যারা কর্মরত তঁদেরও সংসার রয়েছে। ২০১৫ নাগাত যখন টেলিভিশন চ্যানেলে নজরবন্দি চালানোর মোট অর্থের সংস্থান করা যাচ্ছিল না তখন বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয় নজরবন্দি। কিন্তু দর্শকদের ফোন আশা বন্ধ হলনা আমাদের দফতরের। অনেকে পরামর্শ দিল পোর্টাল হিসেবে নজরবন্দি কে সামনে নিয়ে আসার। অনেক শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় ২০১৬ সালের ১৩ই মে শুরু হল নজরবন্দি.ইন এর যাত্রা। প্রথম সাত দিন তেমন ভাবে কেউ পড়ল না, আসলে গ্রহন করল না নজরবন্দি কে! এক মাস পরে প্রথম বিশ্ব র্যাঙ্কিং এর যোগ্যতা অর্জন করল নজরবন্দি।
সারা বিশ্বে নজরবন্দির র্যাঙ্কিং ১২৬ কোটি ওয়েব সাইটের মধ্যে ৮ কোটি ৭১ লক্ষ! ভারতের র্যাঙ্কিং ৫৬ লক্ষ! নজরবন্দি প্রথমবার একদিনে ১০ হাজার পাঠক পেল ৩ মাস পরে, আগস্ট ২০১৬ তে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি নজরবন্দিকে। বর্তমানে নজরবন্দির দৈনিক গড় পাঠক সংখ্যা ৭৫ হাজারের আশেপাশে। সমগ্র বিশ্বের প্রায় ১৫০ কোটি ওয়েব সাইটের মধ্যে নজরবন্দি রয়েছে মাত্র ১ লাখের আশেপাশে। বিরোধীদের আওয়াজ নয় সত্যি কথা সহজ ভাবে বলার চেষ্টাটাই আমাদের সম্বল।
কিন্তু বর্তমানে প্রায় প্রতিদিন আমাদের দফতরে অভিযোগ আসছে নজরবন্দির নাম ভাঙিয়ে কিছু অসাধু ব্যাক্তি স্বার্থ সিদ্ধিকরার চেষ্টা করছে। আমরা আমাদের সকল পাঠক, শুভানুধ্যায়ী এবং প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি এই ধরনের ব্যাক্তিদের থেকে সাবধান থাকুন এবং সমাজকে রক্ষা করুন।
নজরবন্দিকে সামনে রেখে কোন অসাধু ব্যাক্তি যদি নিজের অন্য স্বার্থসিদ্ধির চেষ্টা করে তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হতে আমরা বাধ্য হব। ওয়েব মিডিয়ার মধ্যে নজরবন্দি শত প্রতিবন্ধকতার মধ্যেও নিজেকে এগিয়ে নিয়ে গেছে প্রত্যেক মুহুর্তে, ভবিষ্যতে আরও এগোবে। কারন নজরবন্দি সাধারণ মানুষের কথা বলে, নজরবন্দি আপনার কথা বলে। আমাদের শ্লোগানের সম্মান রক্ষার্থে আমরা বদ্ধপরিকর, " আপনার পাশে থাকার আশ্বাস, সুস্থ সমাজ গড়ার বিশ্বাস।"
বিঃ দ্রঃ - কোন অসাধু ব্যাক্তি যদি নিজেকে নজরবন্দির প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় তাহলে আমাদের ফোন করুন ৯৮৭৪৭৭২৭৫০। ভাল থাকুন আর নজরে রাখুন, নজরবন্দি।
Loading...
কোন মন্তব্য নেই