Header Ads

‘পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমার দিন বাড়বে কি না, সেই সিদ্ধান্ত নেবে হাইকোর্ট’ জানাল সুপ্রিম কোর্ট।

নজরবন্দি ব্যুরোঃ গত সোমবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানায়, মঙ্গলবারও মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। মঙ্গলবার সকালে সেই বিজ্ঞপ্তি
প্রত্যাহার করে নির্বাচন কমিশন। যা নিয়ে এক জটিল পরিস্থিতি তৈরি হয়। কমিশনের এই রকম সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে বিজেপি। শুনানির পর নির্বাচন কমিশনের মঙ্গলবারের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করে বিচারপতি সুব্রত তালুকদারের চেম্বার। এদিকে সুপ্রিম কোর্টে যায় সিপি আই এম। আজ এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায় পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমার দিন বাড়বে কি না,

সেই সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টই। এর সাথে সুপ্রিম কোর্ট আরও বলেন আগামী কাল বৃহস্পতিবারই হাইকোর্টে যেন তারা আপিল করেন। এর সঙ্গে কলকাতা হাইকোর্টকেও যাতে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয় তা সুনিশ্চিত করতেও সুপ্রিম নির্দেশ দিয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.