ষড়যন্ত্র? দৈনিক জাগরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রেস কাউন্সিলকে চিঠি ঋতব্রতর।
বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একজন নাগরিক তথা রাজ্যসভার সাংসদ হিসেবে রাজ্যের স্বার্থে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতিকে চিঠি দেন ঋতব্রত। রাজ্যের বিরুদ্ধে এই ধরণের ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রে একটি সংবাদ মাধ্যমের জড়িত থাকার বিষয়টি সামনে এনে তিনি ওই পত্রিকার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংসদ।
প্রেস কাউন্সিলের সভাপতিকে দেওয়া চিঠিতে ঋতব্রত জানান, 'ডেইলি খবর ৩৬৫ দিন' নামক একটি দৈনিকে প্রকাশিত খবরের মাধ্যমে তিনি কোবরা পোস্ট ভিডিও সম্বন্ধে জানতে পারেন। জনমত গঠনে যেখানে একটি সংবাদ পত্রের বিশেষ ভূমিকা রয়েছে সেখানে টাকার বিনিময়ে একটি রাজনৈতিক দলের হয়ে সন্ত্রাস ছড়াচ্ছে সংবাদ মাধ্যম, এই ঘটনা চরম দুর্ভাগ্যজনক এবং সেই সাথে নিন্দনীয়। গোটা ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে দৈনিক জাগরণ পত্রিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
Loading...
কোন মন্তব্য নেই