দাদাগিরি! "স্যার আপনিও? আপনার ছাত্র হিসাবে নিজেকে লজ্জিত মনে হচ্ছে আজ" মন্ত্রীকে লিখল ছাত্র!!
জেলার ৪২ টা জেলাপরিষদ আসনের মধ্যে ৪১টা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল! বিরোধীরা শতচেষ্টা করেও মনোনয়ন জমা দিতে পারেনি যে জেলাগুলতে তাঁর মধ্যে অগ্রণী বীরভূম। এই জেলাতেই প্রাক্তন সিপিআইএম সাংসদদের মাথা ফেটেছে নোমিনেশন জমা দিতে দিয়ে। আহত বাম বিজেপি কংগ্রেসের বহু...।
তবে সব সন্ত্রাসের উর্ধে যে মানুষটির ভালো মানুষ হিসেবে নাম উঠে আসত বারবার সেই মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের নামেও লেগেছে কালি। নিজেকে তাঁর প্রাক্তন ছাত্র হিসেবে দাবী করা বক্রেশ্বর দাস নামের জনৈক তাঁর ফেসবুক পোষ্টে অনুযগের সুরে লিখেছেন আপনার ছাত্র হিসেবে লজ্জিত বধ করছি স্যার...! কারন আশিস বাবুও নাকি হেঁটেছেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেখানো পথেই! তাঁর কলজে পড়ানোর সময় দেওয়া শিক্ষা ভুলতে বসেছেন তিনি নিজেই বলে অভিযোগ ছাত্রের!
হুবহু তুলে দেওয়া হল সেই ফেসবুক পোষ্ট।
"স্যার আপনি ও ? আপনার মত শিক্ষিত মানুষের কাছে বীরভূমবাসী এ আশা করি নি । আপনি হয়তো এমনিতেই ভোট পেতেন ,দাদাগিরি না করলেই হতো । কলেজে পড়ানোর সময় বার বার বলতেন ,সত্যের জন্যে সবকিছুই ত্যাগ করা যাই ,কিন্তু কোন কিছু র জন্যে সত্য কে ত্যাগ করা উচিত নয় । আপনার ছাত্র হিসাবে নিজেকে লজ্জিত মনে হচ্ছে আজ । ভাল থাকবেন স্যার ।"
Loading...
বক্রেশ্বর দাশের এই পোষ্টটি প্রকাশ করা কি খুব জরুরী ছিলো? তাকে যদি এখন উন্নয়ন দেখানো হয় তার দায় কে নেবে?
উত্তরমুছুন