Header Ads

শাসক দলের ব্যাপক সন্ত্রাসের এফেক্ট! বড় ধাক্কা মুখ্যমন্ত্রীর ফেডারেল ফ্রন্টে!

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে সারা রাজ্য জুড়ে চলছে শাসক দলের লাগামহীন সন্ত্রাস।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আদালতে দ্বারস্থ হতে হয়েছে এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দল গুলিকে। এবার এই রাজ্যে শাসকের এই রকম সন্ত্রাসের জেরে জোর ধাক্কা আসতে চলেছে ২০১৯ সালের মুখ্যমন্ত্রীর ফেডারেল ফ্রন্টে।

জানা গিয়েছে, এই ফেডারেল ফ্রন্টে সঙ্গে থাকার বার্তা দিয়ে ছিলেন ফরোয়ার্ড ব্লক। তাদের অভিযোগ শাসক দল নির্বাচনের নামে তাণ্ডব চালাচ্ছে রাজ্য জুড়ে, যেটা মোটেই কাম্য নয়। কিছুদিন আগে অ-বিজেপি নেতাদের নিয় বৈঠক করে বৃহত্তর ফ্রন্ট তৈরির জন্য দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। তখন বিজেপির বিরুদ্ধে এই উদ্যোগকে সমর্থন করা উচিত বলে প্রকাশ্যে জানিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের জাতীয় সম্পাদক জি দেবরাজন। কিন্তু আজ তিনি পুরোটাই উল্টো কথা বলে জাতীয় স্তরে সঙ্গ ছাড়ার কথা স্পষ্ট করে দিলেন।

তিনি জানিয়েছেন, বিরোধী শূন্য পঞ্চায়েত গড়ার ডাক দিয়ে বাংলার শাসক দল অত্যাচার চালাচ্ছে। তাদের অত্যাচার থেকে বিধায়ক থেকে সাধারণ মহিলা কেউ রেহাই পাচ্ছে না। যিনি নিজের রাজ্যে গণতন্ত্র প্রবিষ্টা করতে পারেননা তাঁর মুখে গণতন্ত্রের কথা মানায় না। পঞ্চায়েতের ‘নতুন অধ্যায়’! “মনোনয়ন তুলে না নিলে ‘কচুকাটা’ করবো!” বিজেপি প্রার্থীকে হুমকি।
সূত্রের খবর, বাংলায় শাসক দলের এই সন্ত্রাসের ফলে ফ ব ছাড়াও আরও কয়েকটি দল তৃণমূলের সঙ্গ ছাড়তে পারেন বলে জানা গিয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.