পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের সংঘর্ষ তৃণমূল এবং নির্দল প্রার্থী সমর্থকদের মধ্যে।
নজরবন্দি, রায়গঞ্জ: ২৬ এপ্রিল: পঞ্চায়েত
নির্বাচনকে কেন্দ্র করে ফের সংঘর্ষ বাঁধে তৃণমূল কংগ্রেস এবং নির্দল প্রার্থী
সমর্থকদের মধ্যে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের ভিটি কাটিহার
গ্রামে।
সংঘর্ষে আহত হয়েছে দুই পক্ষের ছয় জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এলাকার একটি চায়ের দোকানে চা খেতে যায়
তৃণমূল কর্মীরা। হঠাৎ-ই তাদের ওপর হামলা চালায় নির্দল প্রার্থীর কিছু সমর্থক।
এরপরই সংঘর্ষ বেঁধে যায় দু’পক্ষের মধ্যে।ঘটনায়
আহত হয় মোট ছ’জন। তাদের মধ্যে দুই
তৃণমূল কংগ্রেস সমর্থককে রায়গঞ্জ জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। তৃণমূল কংগ্রেস সমর্থকদের অভিযোগ, এদিন সকালে নির্দল প্রার্থীর সমর্থকরা আচমকা তৃণমূল দলীয়
সমর্থকদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। সেই হামলাতেই তাদের দলের পাঁচজন
আহত হয়েছেন। দু’জনের আঘাত গুরুতর হওয়ায়
তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু
হয়েছে পুলিশ।
Loading...
কোন মন্তব্য নেই