Header Ads

"দৃষ্টিকোণ" এর হাত ধরে বাংলা সিনেমায় পরিবর্তন ! কি? জানতে হলে পড়ুন।


নজরবন্দি ব্যুরোঃ কৌশিক গাঙ্গুলি এর আবার এক চমক তার জেরে বাঙালি এখন সিনেমা হলমুখী। আগামী কাল মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটির নতুন ছবি দৃষ্টিকোণ।
আর সৃষ্টি করেছে এক অন্য নজির প্রায় ৭০ থেকে ৮০ টা মাল্টিপ্লেক্স  এ মুক্তি পেতে চলেছে এই ছবি মুক্তি পাচ্ছে যা বাংলা সিনেমার এক অন্যন্য রেকর্ড বলা যায় এছাড়াও হাউসফুল হতে চলেছে আগাম টিকিট।সূত্রের খবর অনুযায়ী, কলকাতার নন্দন এবং প্রিয়া সিনেমা হল প্রায় হাউসফুল হওয়ার পথে। প্রসঙ্গত "প্রাক্তন " এর পর আবার প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিকে বাংলার দর্শক  নতুন ভাবে দেখতে চাইছে আর তার ই প্রতিফলন সিনেমা হল গুলির ওপর পড়ছে এছাড়াও অনুপম রায় এর সঙ্গীত এবং ইমন,রূপঙ্কর, পালোমা র কণ্ঠ দর্শক এর মন ছুঁয়ে যায় নাকি সেটাই দেখার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.