Header Ads

এস বি আই এর গ্রাহক শাখা থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে উধাও!


নজরবন্দি, বালুরঘাট:  স্টেট ব্যাংকের গ্রাহক শাখা খুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়া কে কেন্দ্র করে  বাসিন্দাদের হাতে প্রহৃত হলেন ব্যাংকের ম্যানেজার। ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে  বালুরঘাটের পাইকপাড়ায়।
খবর পেয়ে  বালুরঘাট থানা থেকে পুলিশ গিয়ে  ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই ম্যানেজারকে উদ্ধার  করে।এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয় র‍্যাফ।  পুলিশ সূত্রে জানা গেছে  গত বছর জানুয়ারি মাসে
বালুরঘাট থানার পতিরাম এলাকার পাইকপাড়া গ্রামে স্টেট ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্র খোলা হয়। হাতের কাছে স্টেট ব্যাংকের মত ব্যাংককে পেয়ে এলাকার বাসিন্দারা তাদের উপার্জনের অর্থরাশি সেখানে একাউন্ট খুলে জমা রাখতে শুরু করে। কিন্তু এই বছর জানুয়ারি মাস থেকে হঠ্যাত করে কোন কারণ না দেখিয়ে ওই গ্রাহক সেবা কেন্দ্রটি বন্ধ রাখা হয়। কেন বন্ধ রাখা হয়েছে তাদের এলাকার গ্রাহক পরিষেবা কেন্দ্রটি তা নিয়ে এলাকার মানুষের মনে সন্দেহ দেখা দেয়। এরপরে তারা বালুরঘাট ও পতিরামে স্টেট ব্যাংকের শাখায় এব্যাপারে অভিযোগ জানিয়ে আসলেও ব্যাংক কর্তৃপক্ষের তরফে এব্যাপারে কোন সদুত্তর তারা পাননি বলে গ্রাম বাসিদের অভিযোগ। এদিকে তিন মাসের উপর বন্ধ থাকা ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রটি থেকে গতকাল রাত্রে বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকার স্টেটব্যাংকের ম্যানেজার সন্তোষ চৌধুরী ও তার কয়েকজন কর্মী গিয়ে যখন জরুরি ফাইল পত্র নিয়ে আসার চেষ্টা করলে স্থানীও বাসিন্দারা তাদের ঘিরে ধরে তাদের জমানো অর্থরাশী প্রায় ২০ লক্ষ টাকা ফেরত দেবার দাবি জানাতে থাকে।কিন্তু ব্যাংক ম্যানেজারের কাছ থেকে কোন আশ্বাস না পেয়ে  উত্তেজিত জনতা ওই ম্যানেজারের গাড়ি ভাংচুড়  চালায়।  তাকে মারধোর করে আটকে
রাখা  হয় বলে অভিযোগ।  খবর পেয়ে বালুরঘাট থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওই ম্যানেজারকে উদ্ধার করতেও বেগ পেতে হয়। শেষে পুলিশ ওই ম্যানেজারের সাথে কথা বলে এলাকার বাসিন্দাদের টাকা ফিরিয়ে দেবার আশ্বাস দিলে ম্যানেজারকে ক্ষিপ্ত গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.