মীরাবাই চানুর পরে কমনওয়েলথে ভারতকে ফের সোনা এনে দিলেন সঞ্জিতা চানু।
শুভব্রত মুখার্জীঃ কমনওয়েলথে পুরুষদের ৫৬কেজি বিভাগে গুরুরাজ জিতেছিলেন রুপো। কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক জেতেন তিনি৷ ১১১ কেজি স্ন্যাচ ও ১৩৮ কেজি ক্লিন অ্যান্ড জার্ক মিলে মোট ২৪৯ কেজি ওজন তোলেন এই ভারোত্তোলক৷
গুরুরাজের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর এটিই। মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন মিরাবাঈ চানু৷ ৮৬ কেজি স্ন্যাচ ও ১১০ কেজি ক্লিন অ্যান্ড জার্কে ওজন তুলে মোট ১৯৬ কেজি ওজন তোলেন চানু৷ ২০১৮ কমনওয়েলথ গেমসে ওটাই ছিল এখন পর্যন্ত ভারতের প্রথম সোনা৷
আর এবার দ্বিতীয় সোনাও এল আর এক চানুর হাত ধরে। মীরাবাই চানুর পরে কমনওয়েলথে ভারতকে ফের সোনা এনে দিলেন সঞ্জিতা চানু৷ ৫৩ কেজি ভারোত্তলনে সোনা জিতেছেন তিনি৷ মোট ১৯২ কেজি ওজন তুলে সোনা জিতেছেন চানু।
গুরুরাজের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর এটিই। মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন মিরাবাঈ চানু৷ ৮৬ কেজি স্ন্যাচ ও ১১০ কেজি ক্লিন অ্যান্ড জার্কে ওজন তুলে মোট ১৯৬ কেজি ওজন তোলেন চানু৷ ২০১৮ কমনওয়েলথ গেমসে ওটাই ছিল এখন পর্যন্ত ভারতের প্রথম সোনা৷
আর এবার দ্বিতীয় সোনাও এল আর এক চানুর হাত ধরে। মীরাবাই চানুর পরে কমনওয়েলথে ভারতকে ফের সোনা এনে দিলেন সঞ্জিতা চানু৷ ৫৩ কেজি ভারোত্তলনে সোনা জিতেছেন তিনি৷ মোট ১৯২ কেজি ওজন তুলে সোনা জিতেছেন চানু।
No comments