বিরোধীদের আস্ফালন সার!পঞ্চায়েত নির্বাচনে ঘাস-ফুল ঝড়ে ধুয়ে-মুছে সাফ হয়ে যেতে পারে বিরোধীরা!
নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে লাগামহীন সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকে বিরোধীদের উপর আক্রমণ করা হচ্ছে পরিকল্পনা মাফিক।
বিডিও অফিসে বিরোধীদের দেখা গেলেই লাঠিসোটা ও ধারালো অস্ত্র এমনকি বোমা ও গুলি মেরে হটিয়ে দেবার অভিযোগ উঠছে বারবার। যার জেরে রক্তাক্ত হতে হচ্ছে এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের। বারবার এই রাজ্যে গণতন্ত্র আছে কি না তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন।
প্রতিবাদে রাস্তাতে দেখা-গিয়েছে এই রাজ্যের বিরোধীদল সিপিআই(এম), কংগ্রেস ও বিজেপিকে। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয় নি।
তবে এই সমালোচনাকে মাথায় রেখেই রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করেন, এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধী রাজনৈতিক দল গুলিকে ধুয়ে মুছে সাফ করে আবার এই রাজ্যের গ্রামবাংলায় উঠবে ঘাস ফুলের বিজয় পতাকা।
তবে এই বিষয়ে বিশিষ্ট রাজনৈতিক পর্যবেক্ষক তথা অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন , “এবারের পঞ্চায়েত নির্বাচনে ৫০% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে তৃণমূল প্রার্থীরা”।
বিডিও অফিসে বিরোধীদের দেখা গেলেই লাঠিসোটা ও ধারালো অস্ত্র এমনকি বোমা ও গুলি মেরে হটিয়ে দেবার অভিযোগ উঠছে বারবার। যার জেরে রক্তাক্ত হতে হচ্ছে এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের। বারবার এই রাজ্যে গণতন্ত্র আছে কি না তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন।
প্রতিবাদে রাস্তাতে দেখা-গিয়েছে এই রাজ্যের বিরোধীদল সিপিআই(এম), কংগ্রেস ও বিজেপিকে। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয় নি।
তবে এই সমালোচনাকে মাথায় রেখেই রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করেন, এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধী রাজনৈতিক দল গুলিকে ধুয়ে মুছে সাফ করে আবার এই রাজ্যের গ্রামবাংলায় উঠবে ঘাস ফুলের বিজয় পতাকা।
তবে এই বিষয়ে বিশিষ্ট রাজনৈতিক পর্যবেক্ষক তথা অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন , “এবারের পঞ্চায়েত নির্বাচনে ৫০% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে তৃণমূল প্রার্থীরা”।
No comments