Header Ads

হোয়াটসআপ নিয়ে এল এক নতুন টুল। জানুন কি সেটা।

নজরবন্দি ব্যুরোঃ অডিও রেকর্ডিং-এর ক্ষেত্রে হোয়াট্‌সআপে এসেছে এক নতুন আপডেট টুল। জার নাম ‘মিক’। ওই অপশন টেপার ঠিক আধ সেকেন্ড পরে ‘লক’ বলে
আরও একটি অপশন আসবে। অডিও রেকর্ডিংটি লক করে ফেললে এ বার আপনি অডিও রেকর্ড করার মধ্যেই হোয়াটসআপের অন্য সব কাজই করতে পারবেন। কিন্তু এ ভাবে অডিও রেকর্ড করলে ফোটো বা ভিডিও দেখতে পারবেন না আপনি। আগে হোয়াট্‌সআপে অডিও রেকর্ডিং করতে হলে একটা একটা আঙুল আপনাকে অডিও অপশনটায় চেপে রাখতে এখন আর সেটা করতে হবে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.