Header Ads

কোন দল এখন পর্যন্ত কত আসনে প্রার্থী দিতে পারল? মিথ্যা প্রচার নয়, জানুন আসল তথ্য।

নজরবন্দি ব্যুরোঃ গত দুদিন ধরে বিভিন্ন দলের নোমিনেশন ঘিরে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য সামনে এসেছে। তাই সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরা হল।

রাজ্য নির্বাচন কমিশন থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার বিকাল ৪টা (আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়) পর্যন্ত মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল (১২৫২+২৫১+১), বিজেপি (৮৭৩+১১৭+১৩), সিপিআই(এম) (২৮৬+৪৫+০) জন প্রার্থী (ক্রম অনুসারে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ)।

এছাড়া সি পি আই, ফরওয়ার্ড ব্লক, আর এস পি-সহ বামফ্রন্টের শরিক দলগুলিও গ্রাম পঞ্চায়েতে যথাক্রমে ৬০, ৬, ৭জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে। বামফ্রন্টের অন্য শরিকদলগুলিও মনোনয়ন জমা দিয়েছে। পাশাপাশি, বামফ্রন্ট বেশ কয়েকটি আসনে নির্দল প্রার্থীদের সমর্থন জানিয়েছে। অন্যদিকে, রাজ্য নির্বাচন কমিশনের তথ্যও আপডেটেড নয় বলে জানা গেছে।

সুতরাং কোন সংবাদমাধ্যম বা সূত্র বলে থাকে ‘‘এখনও পর্যন্ত তৃণমূল-১৬ হাজার প্রার্থী, বিজেপি-১১ হাজার প্রার্থী এবং সিপিআই(এম)- ৩৫১ জন প্রার্থী দিয়েছে’’, তবে তা ডাহা মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত!!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.