আজ হলনা জামিন যোধপুর সেন্ট্রাল জেলের কয়েদি নম্বর ১০৬ এর।
নজরবন্দি ব্যুরোঃ কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সালমন খানকে আজও জেলেই কাটাতে হচ্ছে। গত কাল সাজা ঘোষণার পর তাকে নিয়ে যাওয়া হয় যোধপুর সেন্ট্রাল
জেলে। আজ তার জামিনের আবেদনের সুনানি হবার কথা ছিল কিন্তু শুনানি স্থগিত রেখেছে জোধপুর কোর্ট। সলমনের আইনজীবী জানান তাঁর মক্কেলের বিরুদ্ধে যেসমস্ত তথ্য প্রমাণ দেওয়া হয়েছে, তা এই মামলার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। বাদী-বিবাদী দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত শুনানির ওপর স্থগিতাদেশ দিয়ে দেয়। অপরদিকে সলমনকে দেখতে যোধপুরর উদ্দেশে সকালেই রওনা দেন অরবাজ ও সোহেল খান।
যোধপুর সেন্ট্রাল জেলে বন্দি বলিউড হিরো সলমন সেখানে কয়েদি নম্বর ১০৬ হিসাবে পরিচিত। প্রসঙ্গত, এই মামলায় অভিযুক্ত ছিলেন সইফআলি খান, তাব্বু, নিলম, সোনালি বেন্দ্রে। তবে গতকলাই আদালত তাঁদের বেকসুর খালাস করে দেয়।
জেলে। আজ তার জামিনের আবেদনের সুনানি হবার কথা ছিল কিন্তু শুনানি স্থগিত রেখেছে জোধপুর কোর্ট। সলমনের আইনজীবী জানান তাঁর মক্কেলের বিরুদ্ধে যেসমস্ত তথ্য প্রমাণ দেওয়া হয়েছে, তা এই মামলার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। বাদী-বিবাদী দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত শুনানির ওপর স্থগিতাদেশ দিয়ে দেয়। অপরদিকে সলমনকে দেখতে যোধপুরর উদ্দেশে সকালেই রওনা দেন অরবাজ ও সোহেল খান।
যোধপুর সেন্ট্রাল জেলে বন্দি বলিউড হিরো সলমন সেখানে কয়েদি নম্বর ১০৬ হিসাবে পরিচিত। প্রসঙ্গত, এই মামলায় অভিযুক্ত ছিলেন সইফআলি খান, তাব্বু, নিলম, সোনালি বেন্দ্রে। তবে গতকলাই আদালত তাঁদের বেকসুর খালাস করে দেয়।
No comments