Header Ads

চতুর্থ দিনেও বিরোধী শূন্য বারাবনীর জামগ্রাম! খুশির হাওয়া তৃণমূলে।

আসানসোলঃ বারাবনী বিধানসভা অন্তর্গত জামগ্রাম পঞ্চায়েতের মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ চলছে বারাবনী সমষ্টি দপ্তরে৷ জামগ্রাম পঞ্চায়েতে রয়েছে ১০টি জিপি,পঞ্চায়েত সমিতি ২,ও জেলা পরিষদের একটি আসন৷ এখনো পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে ৮টি আসনের মনোনয়ন জমা পড়েছে বলে খবর৷

তবে মনোনয়ন জমা দেওয়ার চতুর্থদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত জামগ্রাম বিরোধীশূন্য৷ এবিষয়ে মনোনয়ন জমাদেওয়া প্রার্থী কেশব রাউৎ জানিয়েছেন রাজ্য সরকারের উন্নয়ন মূলক কাজের সুফল সবাই পাচ্ছে৷মানুষ নিজে থেকেই মমতা ব্যানার্জীর সরকারের উন্নয়নের যজ্ঞে সামিল হয়েছে,তাই কোনো বিরোধীতার লোক নেই৷মানুষ সব সমতেই আমাদের পাশে আছে৷তবে বিরোধীশূন্য থাকায় ইতিমধ্যেই খুশির হাওয়া শাসক শিবিরে৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.