শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন নিয়ে গানে-শ্লোগানে সিপিআইএমের সম্প্রীতির মিছিল আসানসোলে।
রবিন প্রামাণিক, আসানসোলঃ বৃহস্পতিবার বিকেলে সিপিএমের পক্ষ থেকে আসানসোলে শহর জুড়ে সম্প্রীতির মিছিল বের করা হয়৷ শহরের উষাগ্রাম এলাকা থেকে এই মিছিল সংগঠিত করা হয়।
সিপিআইএম সমর্থিত গণ নাট্য সংঘের কুশিলবেরা গানে শ্লোগানে মিছিলকে এগিয়ে চলে জিটি রোড ধরে। এই মিছিলে অংশ গ্রহন করেন সিপিআইএম এর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, পার্থ মুখার্জী সহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।
সিপিআইএম সমর্থিত গণ নাট্য সংঘের কুশিলবেরা গানে শ্লোগানে মিছিলকে এগিয়ে চলে জিটি রোড ধরে। এই মিছিলে অংশ গ্রহন করেন সিপিআইএম এর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, পার্থ মুখার্জী সহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।
No comments