Header Ads

মনোনয়ন জমা দেওয়ার তিনদিন অতিবাহিত হয়ে গেলেও এখনও বিরোধী শূন্য রাণীগঞ্জ!

নজরবন্দি ব্যুরোঃ রাণীগঞ্জ অঞ্চলের ৬টি জিপি,১৬টি পঞ্চায়েত সমিতি ও ২টি জেলা পরিষদের মনোনয়ন জমা দেওয়ার তিনদিন অতিবাহিত হয়েগেলেও বিরোধী শূন্য৷

যদিও গতকালের খবরে প্রকাশ,রানিগঞ্জ বিডিও অফিসে বিজেপির হয়ে ডিসিআর তুলতে গিয়ে শাসক দল আশ্রিত গুণ্ডাদের হাতে প্রহৃত হন দীপক শর্মা,মাধব মাঝি,প্রদীপ বাউরি ও সুবোধ বাউরি৷এবিষয়ে তৃণমূলের রানিগঞ্জ গ্রামীন অঞ্চলের প্রেসিডেন্ট বাবু রায় বলেন—এ রকম কোনো ঘটনা ঘটেনি৷

কেউ কেউ এ ধরণের প্রচারের মাধ্যমে খবরের শিরোনামে থাকতে চান৷আমাদের সরকারের মূল মন্ত্র উন্নয়ন৷উন্নয়নের যজ্ঞে সামিল হয়ে সবাই আমাদের প্রার্থী হতে চাইছে৷এ কারণেই আমাদের বিরোধীতা করার লোক নেই৷এলাকায় ঘুরলেই উন্নয়নের নিদর্শন চোখে পড়বে৷এবং তার সুবিধা ভোগ করছেন দল-মত নির্বিশেষে সব ধরণের মানুষ৷


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.