Header Ads

কাশ্মীর প্রসঙ্গ নিয়ে আফ্রিদির টুইটের পাল্টা দিলেন ভারতীও ক্রিকেটাররা।কে কি বললেন।

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার টুইটারে শাহিদ আফ্রিদির কাশ্মীর প্রসঙ্গ নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। তিনি লেখেন “ভারত অধিকৃত কাশ্মীরে ভয়ঙ্কর পরিস্থিতি। স্বাধীনতার জন্য নিরীহদের কণ্ঠস্বর রোধ করতে হত্যা করা হচ্ছে। অবাক হচ্ছি, কোথায় রাষ্ট্র?
কেন তারা এই রক্তের বন্যা থামাচ্ছে না?'' এর পর ভারতের প্রক্তান থেকে বর্তমান ক্রিকেটাররা তাঁদের টুইটারে এর প্রতিবাদ করেন। আসুন দেখেনি কে কি বলেছেন।


১। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেন, ''কে আফ্রিদি? এই ধরনের লোকেদের বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়।''
২। মাস্টার ব্লাস্টার বলেন, ''দেশ চালাতে সক্ষম আমরা। আমরা কী করব, কী করা উচিত, সেটা নিয়ে বলার অধিকার নেই বহিরাগতদের।''
৩। আফ্রিদি সম্পর্ক বিরাট কোহলি বলেন ''সবসময়ই আমি দেশের পাশে রয়েছি। যা আমার দেশের বিরোধিতা করে, তার সমর্থন কখনই করব না।''
৪। ''কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তা চিরকাল থাকবে। স্বর্গের ভূমি কাশ্মীরে আমার ঠাকুরদা জন্মেছিলেন। আমি আশা করি, সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ ও ছায়াযুদ্ধ বন্ধের জন্য পাক সেনাকে পরামর্শ দেবেন আফ্রিদি।'' বলেন রায়না।


৫। গৌতম গম্ভীর টুইটারে লিখেছেন, আফ্রিদির অভিধানে UN মানে আন্ডার নাইন্টিন। ওটাই ওর বয়স। নো বলে আউট হওয়ার আনন্দ উজ্জাপন করছেন আফ্রিদি।''

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.