Header Ads

মোদীর নোট বাতিলের ধাক্কা নেপালে, জানালেন নেপালের প্রধানমন্ত্রী।

নজরবন্দি ব্যুরোঃ ২০১৬ সালের ৮ নভেম্বর নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ভারতীয় এক হাজার এবং পাঁচশো টাকার নোট বাতিল করা হবে। এর প্রধান কারণ হিসেবে তিনি বলেছিলেন, জঙ্গিদের জাল নোট ব্যবহার এবং অবৈধ সম্পত্তি খুঁজে বের করা। যার ফলে ভারতের অর্থনীতির উন্নতি হবে।
প্রধানমন্ত্রীর সেদিনের সেই সিদ্ধান্ত ভারতীয় অর্থনীতিকে কতটা চাঙ্গা করতে পেরেছে সেটা বিতর্কের বিষয়। কিন্তু ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালে যে এর প্রভাব পড়েছে তা নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলির কথাতে স্পষ্ট। চলতি সপ্তাহেই নেপালের প্রধানমন্ত্রী আসছেন ভারত সফরে। এই সফরে তিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। তার আগে নেপালের পার্লামেন্টে ওলি বলেন, "ভারতের নোট বাতিলের সিদ্ধান্তে নেপালের নাগরিকদের ওপরে প্রভাব পড়েছে।

নেপালে এখনো বিভিন্ন ব্যক্তি ও অসংগঠিত ক্ষেত্রে প্রায় ৯৫০ কোটি টাকার বাতিল নোট রয়েছে। ভারত সফরের সময় আমি এই বিষয়টি নিয়ে ভারতীয় নেতৃত্বের সাথে কথা বলে এই অবস্থার নিষ্পত্তি ঘটানোর চেষ্টা করবো। আগামী শুক্রবার ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.