Header Ads

প্রাথমিকে বড়সড় কেলেঙ্কারি সামনে আনলো সিআইডি।

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য জুড়ে চলছে জটিলতা। তার মধ্যেই সামনে এলো প্রাথমিকের বড়সড় কেলেঙ্কারি। সিআইডি তদন্তে উঠে এলো সেই তথ্য। প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে দুই যুবক। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক জন পলাতক। গ্রেপ্তার ড্রাইভার।
বর্ধমানের ঘটনা। সিআইডি জানিয়েছে, চাকরি দেওয়ার নাম করে দুই চাকরি প্রার্থীর কাছ থেকে ১৪ লক্ষ টাকা নিয়েছে ওই দুই প্রতারক। কিন্তু চাকরি মেলেনি কারোই। অবশেষে সিআইডি-কে সমস্ত বিষয় জানালে ফাঁদ পাতে সিআইডি। গ্রেপ্তার হওয়া দুজনের নাম অনিল চৌধুরি ও চন্দন মাহাত। বর্ধমানের বালিডাঙ্গা স্কুলে ফাঁদ পেতে প্রতারকদের গ্রেপ্তার করে সিআইডি। অভিযুক্তদের জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.