Header Ads

এবছর দূরদর্শনে দেখা যাবে আইপিএলের লড়াই।

নজরবন্দি ব্যুরোঃ গতবছর সেপ্টেম্বরে সোনির কাছ থেকে আইপিএলের মিডিয়া স্বত্ত্ব ছিনিয়ে নেয় স্টার ইন্ডিয়া। ১৬ হাজার ৩৪৭ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময়ে
আগামী ৫ বছরের জন্য আইপিএল দেখা যাবে স্টার ইন্ডিয়ায়। এবার স্টারের পাশাপাশি দূরদর্শনেও আইপিএল দেখা যাবে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আসন্ন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ দেখা যেতে পারে দূরদর্শনে।এরই সঙ্গে দেখা যাবে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানও।

২০০৭ সালে তৈরি আইন মোতাবেক ভারতের মানুষের আগ্রহ রয়েছে এরকম খেলাকে এগিয়ে নিয়ে যেতে প্রত্যেকটি বেসরকারি সংস্থাকে তার ব্রডকাস্ট দূরদর্শনের সঙ্গে ভাগ করে নিতে হবে। এতদিন শুধুমাত্র ভারতীয় ক্রিকেটের জন্যথ সেই নিয়ম থাকলেও এবার আইপিএলেও সেই নিয়ম লাগু হতে চলেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.