Header Ads

কমনওয়েলথে ভারতকে চতুর্থ পদক এনে দিলেন দীপক।

শুভব্রত মুখার্জিঃ গুরুরাজ,মিরাবাই,সন্জিতা চানুর পর ভারোত্তোলন থেকে এবং এই কমনওয়েলথের চতুর্থ পদক জিতলো ভারত। মোট ২৯৫ কেজি ওজন তুলে দিল্লির ভারোত্তোলক দীপক লাথার ৬৯ কেজি বিভাগে জিতে নিলেন ব্রোঞ্জ পদক। স্ন‍্যন্চে ১৩৬ কেজি এবং ক্লিন এবং জার্কে ১৫৯ কেজি ভারোত্তোলন করেন দীপক।ওয়েলসয়ের গ্যারেথ ইভান্স এই বিভাগে সোনা জেতেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.