Header Ads

হবু শিক্ষকদের ভাগ্য ঝুলে থাকল সুপ্রিম কোর্টে।

নজরবন্দি ব্যুরোঃ একটি সাধারণ স্কুলের সঙ্গে রাজ্যের মাদ্রাসাগুলির তফাত কোথায়? মাদ্রাসাগুলি কি ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান? নাকি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান? এই প্রশ্ন উত্তর বৃহস্পিতিবার জানতে চাইলো সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ কুমার মিশ্র ও বিচারপতি উমেশ ললিতের ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।ওই দিন এই বিষয়টি নিয়ে শুনানি হবে সর্বোচ্চো আদালতে।
ভারতীয় সংবিধানের ৩০ নম্বর ধারা অনুযায়ী, সংখ্যালঘু মর্যাদাপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে রাজ্যের প্রায় ৬১৪ টি এডেড মাদ্রাসায় সরকারই হস্তক্ষেপ চলবে না। এর জন্য দেশের চারটি আদালতের রায়কে শুনানি চলাকালীন তুলে ধরেন ম্যানেজিং কমিটির অইনজীবিরা। আর সেই সময় আদালতের প্রশ্ন এই মাদ্রাসাগুলির সাথে সাধারণ স্কুলের ফারাক কোথায়? এই প্রশ্নের জবাবে মাদ্রাসাগুলিও যে ধর্মনিরপেক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান সেটা তুলে ধরেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের আইনজীবী। আদালতের সামনে ফোরামের আইনজীবী জানান, মাদ্রাসার সঙ্গে স্কুলের সিলেবাস প্রায় একই। শুধুমাত্র অতিরিক্ত বিষয় হিসাবে পড়ানো হয় আরবি। তাঁদের যুক্তি, আরবি একটি ভাষা । পৃথিবির বহু দেশে আরবি প্রধান ভাষা। তাই আরবি কোন ধর্মীয় শিক্ষার মধ্যে পড়েনা। তাই মাদ্রাসাগুলি যে ধর্মনিরপেক্ষা তা নিয়ে কোনও সংশয় নেই।এরপরেই ফোরামের আইনজীবীকে এই সংক্রান্ত বিষয়ে মঙ্গলবারের মধ্যে হলফনামা জামা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.