Header Ads

বয়স লুকিয়ে ক্রিকেট খেলছে সামি! বিস্ফোরক হাসিন!

নজরবন্দি ব্যুরোঃ আই পি এল শুরু হয়ে গিয়েছে। দিল্লির জার্সিতে খেলতে শুরু করেছেন মহম্মদ সামি। ঠিক এরই মধ্যে আবার বোমা ফাটালেন হাসিন জাহান। ২ দিন আগে এবেলা.ইন ওয়েব পোর্টাল কে তিনি জানিয়েছেন বয়স ভাঁড়িয়ে ক্রিকেট খেলছেন সামি। এই মুহূর্তে বেশ অর্থ কষ্টে আছেন হাসিন।
তবুও তিনি লড়ায় ছাড়তে রাজি নন। তিনি ওই পোর্টাল কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন "সত্যিটা জেনে রাখুন, ও নিজের বয়স লুকিয়েই ক্রিকেটটা খেলে চলেছে"। হাসিনের বিস্ফোরক দাবি, ‘‘ও ১৯৮৪ সালে জন্মায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে স্নাতক স্তরে পড়ার জন্য হিন্দু কলেজে অ্যাডমিশন নেয়। কিন্তু বিসিসিআই-এর অনূর্ধ্ব-১৯ দলে ঢোকার জন্য ভুয়ো বয়সের প্রমাণপত্র বের করে উত্তরপ্রদেশের বেনারস কলেজ থেকে।’’ হাসিনের দাবি, ‘‘দশ হাজার টাকার বিনিময়ে বেনারস কলেজ থেকে ১৯৯০ সালে জন্মের পরিচয় দিয়ে মাধ্যমিকের শংসাপত্র বের করে সামি, যেখানে স্পষ্ট করে লেখা হয় ২০০৮ সালে ও মাধ্যমিক পাশ করে।

আসল ঘটনা হল, ও কিন্তু ২০০২ সালেই মাধ্যমিক উত্তীর্ণ হয়ে গিয়েছিল।’’ ২০০৫ এ সামির ব্যক্তিগত কোচ বদরুদ্দিন তাঁকে কলকাতায় পাঠান। প্রথমে খেলতেন ডালহৌসি ক্লাবের হয়ে। তার পরে তাঁর ঠিকানা হয়ে দাঁড়ায় টাউন ক্লাব। সামি কলকাতায় কোনও বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলেননি। ঘটনার সত্যতা জানানোর জন্য এবেলা.ইন-এর তরফ থেকে ফোন করা হয়েছিল সামির কোচ বদরুদ্দিনকে। তবে উনি নাকি ফোন ধরেননি। মোবাইলে মেসেজ করা হলেও খবর প্রকাশের সময় পর্যন্ত কোনও জবাব দেননি বলে দাবি ওই পোর্টালের।

প্রসঙ্গত বয়স ভাঁড়ানো রুখতে এমনিতে বোর্ড ভীষণই কড়া। একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলার জন্য। সামির কাণ্ডে ফের কি নয়া তদন্তে নামবে বোর্ড? প্রশ্ন থাকছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.