নির্বাচন কমিশন দফতর ঘেরাও সিপিআইএমের! গ্রেফতার একাধিক বামকর্মী। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ গতকাল রাতেই নির্দেশিক জারি করেছিল নির্বাচন কমিশন যে আজ অর্থাৎ মঙ্গলবারও জমা দেওয়া যাবে নোমিনেশন। কিন্তু রাত পোহাতে না পোহাতেই সেই নির্দেশিকা বাতিল হয়ে যায়।
এদিকে গতকাল রাতের নির্দেশিকা আজ সকালে বাতিল করে দেওয়া হতে পারে তা বাম-তৃনমুল-বিজেপি বা কংগ্রেস কোন দলই ভাবতে পারেনি। তাই সকালে বিরোধী ভেবে সরকারি কর্মীকে যেমন পিটিয়েছে তৃণমূল তেমনই অন্য দিকে সকাল সকাল জেলায় জেলায় মহকুমা শাসকের দফতরে হাজির হয়ে যান বহু বিরোধী প্রার্থী, কিন্তু সেখানে তাঁদের শুনতে হয় নির্দেশিকা বাতিল হয়ে গেছে!
বিভিন্ন যায়গায় ক্ষভে ফেটে পড়েন বিরোধী দলের কর্মীরা। এমনই এক ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে। সেখানে ৪১নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিপিআিইএম সমর্থকরা। জাতীয় সড়ক অবরোধ করে নির্বাচন কমিশনের কুশপুতুল দাহ করেন তাঁরা! ছড়ায় উত্তেজনা, পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। অন্যদিকে হাওড়া জেলা সিপিআইএম গ্রহন করেছিল নির্বাচন কমিশন দপ্তর ধেরাও কর্মসুচি। সিপিআইএমের অভিযোগ "মনোনয়ন পর্বে তৃণমুলীদের গুণ্ডামোর বিরুদ্ধে নির্বাচন কমিশন দপ্তর ধেরাও করা হয়েছে"। বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ।


এদিকে গতকাল রাতের নির্দেশিকা আজ সকালে বাতিল করে দেওয়া হতে পারে তা বাম-তৃনমুল-বিজেপি বা কংগ্রেস কোন দলই ভাবতে পারেনি। তাই সকালে বিরোধী ভেবে সরকারি কর্মীকে যেমন পিটিয়েছে তৃণমূল তেমনই অন্য দিকে সকাল সকাল জেলায় জেলায় মহকুমা শাসকের দফতরে হাজির হয়ে যান বহু বিরোধী প্রার্থী, কিন্তু সেখানে তাঁদের শুনতে হয় নির্দেশিকা বাতিল হয়ে গেছে!
বিভিন্ন যায়গায় ক্ষভে ফেটে পড়েন বিরোধী দলের কর্মীরা। এমনই এক ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে। সেখানে ৪১নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিপিআিইএম সমর্থকরা। জাতীয় সড়ক অবরোধ করে নির্বাচন কমিশনের কুশপুতুল দাহ করেন তাঁরা! ছড়ায় উত্তেজনা, পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। অন্যদিকে হাওড়া জেলা সিপিআইএম গ্রহন করেছিল নির্বাচন কমিশন দপ্তর ধেরাও কর্মসুচি। সিপিআইএমের অভিযোগ "মনোনয়ন পর্বে তৃণমুলীদের গুণ্ডামোর বিরুদ্ধে নির্বাচন কমিশন দপ্তর ধেরাও করা হয়েছে"। বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ।
No comments