Header Ads

৬০ আসনে ৯০! এক আসনে ৩-৪ জন প্রার্থী, সবাই-ই তৃণমূলের! বিরোধীদের অভাব মেটাচ্ছে শাসক দল?

নজরবন্দি ব্যুরোঃ বিরোধী শূন্য পঞ্চায়েত গড়ার প্রস্তুতি ছিল শাসক দলের। সেই লক্ষ্যে প্রথম ধাপ বিরোধীদের মনোনয়ন পত্র আটকে দেওয়ার কাজ বেশ সফল ভাবেই করেছে তৃণমূল সমর্থক-রা। রাজ্যের প্রায় ১৭% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে তৃণমূল।

কিন্তু এর মধ্যেই নতুন সমস্যা দেখা দিয়েছে শাসক দলের অভ্যন্তরে। বিরোধীদের লড়াইয়ের শূন্য যায়গা ভরাট করে দিচ্ছেন শাসক দলের কর্মীরাই। কার একই আসনের জন্যে জমা পড়েছে একাধিক প্রার্থী, খুব স্বাভাবিক, এটাই হওয়ার কথা এতে অবাক হওয়ার কি আছে? না এতে অবাক হওয়ার কিছু নেই আসলে অবাক তখনই হতে হয় যখন দেখা যায় এক আসনে একাধিক কোথাও বা ৪-৫টি মনোনয়ন জমা পড়েছে শাসক দক তৃণমূলের পক্ষ থেকেই!!! আর এই ঘটনায় আবার প্রকট করে দিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ।

প্রায় সমস্ত রাজ্য জুড়েই এই রকম ভাবে মনোনয়ন জমা পড়েছে। সব থেকে এগিয়ে পুরুলিয়া। পুরুলিয়ায় তৃণমূলের এক একটি আসনে তৃণমূল থেকে চারটি পর্যন্ত মনোনয়ন জমা পড়ে। অন্য দিকে পূর্ব মেদিনীপুরও পিছিয়ে নেই... জেলা পরিষদের ৬০ টি আসনের জন্য তৃণমূলের মনোনয়ন ৯০টি আর গ্রাম পঞ্চায়েতের ৩৩৭৮টি আসনের জন্য তৃণমূলের পক্ষে মনোনয়ন দিয়েছে ৩৯৮৪ জন!
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.