Header Ads

চার দফা দাবি নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে সিপিআইএম। পঞ্চায়েতে ভোটের ভবিষ্যৎ নিয়ে উঠছেপ্রশ্ন।

নজরবন্দি ব্যুরোঃ মূলত চারটি দাবিতে সিপিএমের পক্ষ থেক মামলা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ১। রাজ্যে ভোটদানের উপযুক্ত পরিবেশ নেই। এই অবস্থায় আধা সেনা
মোতায়েন করে ভোট করতে হবে। ২। ইচ্ছুক প্রার্থীদের সবার মনোনয়ন নিশ্চিত করতে হবে। ৩। মনোনয়য়ের সময় বাড়াতে হবে। ৪। কমিশনের নিরপেক্ষতা নেই। কমিশনকে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। বিজেপি কমিশনের জারি করা বিজ্ঞপ্তি বাতিলের প্রতিবাদে এদিনই হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে পৃথক মামলা করে। এদিন হাইকোর্ট নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করে। তারপরই সিপিএমও আরও একটি মামলা করছে।

সুপ্রিম কোর্টে বিজেপির মামলার শুনানি বুধবার। এখন সিপিএমের মামলা করায় রাজ্যের শাসকের বিরুদ্ধে চাপ বাড়ছে। এদিকে বিজেপির করা আগের মামলায় সু্প্রিম কোর্ট জানিয়ে দেয়, তারা রাজ্যের পঞ্চায়েতে হস্তক্ষেপ করবে না। তবে আবারও বিজেপি ও সিপিএম আলাদা করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করায়, সুপ্রিম কোর্ট কী অবস্থান নেয়,

তা-ই দেখার। উল্লেখ্য, মনোনয়ন নিয়ে কংগ্রেসও হাইকোর্টে মামলা করে। সেই মামলায় মনোনয়ন নিশ্চিত করার রায়ও তাঁদের পক্ষে যায়। কিন্তু তারপরই মনোনয়নে বাধাদান অব্যাহত ছিল। ফলে পঞ্চায়েতে ভোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.